গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জলবায়ু সহনশীল গ্রামীন অবকাঠামো বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্য্র বিমোচন ও পল্লী উন্নয়ণ একাডেমি (বাপার্ড) হলরুমে গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটি উদ্বোধন করেন। এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হকের সভাপতিত্বে সেমিনারে এলজিইডির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদ, জলবায়ু সহনশীল গ্রামীন অবকাঠামো নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক মো: মামুনুর রশীদ, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান হাওলাদার মানিক, বিজন বিশ^াস, তুষার মধু, রাফেজা বেগম, ভীম চন্দ্র বাগচী বক্তব্য রাখেন। সেমিনারে গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাজ আরো টেকসই ও দীর্ঘস্থায়ী করণে জন্য বক্তারা তাদের মতামত তুলে ধরেন। এর আগে বাপার্ডে প্রতিষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এলজিইডির কর্মকর্তাগণ ও স্থানীয় নেতৃবৃন্দ।