নওগাঁয় নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন সভার সভাপতিত্ব করেন। খাঁন ফাউন্ডেশনের নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প (ফেইজ-৩) এর আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ, বিএনপিসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ, অপরাজিতা, সুধিসমাজ ও সরকারি কর্মকর্তাসহ মোট ৪০জন ব্যক্তি। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ তুহিন রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়ন, মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আকতার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, খাঁন ফাউন্ডেমনের জেলা কর্মসূচি সমন্বয়কারী মাসুদুর রহমান, জেলা প্রোগ্রাম কর্মকর্তা নুরুজ্জামান বুলবুল প্রমুখ। সভায় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলে নারীদের অবস্থান, নারীদের রাজনৈতিক সাফল্যের পথে প্রধান বাধাসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়।