‘অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ময়মনসিংহের নান্দাইলে কৃষি মেলা-২০২২ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ, সাংবাদিক আলম ফরাজি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণির গণ্যমান্য ব্যক্তিবর্গ।