চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১১ পর্যটক নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে অভিযুক্ত করে মামলা করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (৩০ জুলাই) সকালে জিআরপি’র এএসআই জহির বাদী হয়ে এই মামলা দায়ের করেন। অবহেলা জনিত হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। দ-বিধির ৩৩৮ (ক)/৩০৪ (ক)/৪২৭ ধারায় মামলাটি করা হয়েছে। এর আগে শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় গেটম্যান সাদ্দাম হোসেনকে মীরসরাই রেলক্রসিং এলাকা থেকে আটক করে পুলিশ। গেটম্যান সাদ্দামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। শুক্রবার (২৯ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীদের নিয়ে কোচিং সেন্টারের শিক্ষকরা মীরসরাইয়ে খৈয়াছড়া পানির ঝরনা দেখতে যান। সেখান থেকে ফেরার পথে দুপুরে খৈয়াছড়া রেল স্টেশনের কাছে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় মাইক্রোবাসটির সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন মহানগর প্রভাতীর ধাক্কা লাগে। নিহত সবাইকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদের মধ্যে ৫ জনের জানাযা অনুষ্ঠিত হয়েছে হাটহাজারীতে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। দুর্ঘটনায় নিহতরা হলেন-উপজেলার আজিম সাবরেজিস্ট্রার বাড়ির হাজি মো. ইউসুফের ছেলে মাইক্রোচালক গোলাম মোস্তফা নিরু(২৬), চিকনদ-ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ভুট্টোর ছেলে মোহাম্মদ হাসান(১৭), একই ইউনিয়নের খোন্দকার পাড়ার আবদুল হামিদের ছেলে জিয়াউল হক সজীব(২২), ৮ নম্বর ওয়ার্ডের আজিজ মেম্বার বাড়ির জানে আলমের ছেলে ওয়াহিদুল আলম জিসান(২৩), মজিদ আব্বাস চৌধুরী বাড়ির বাদশা চৌধুরীর ছেলে শিক্ষক রিদুয়ান চৌধুরী(২২), পারভেজের ছেলে সাগর(১৭) ও একই এলাকার আবদুল ওয়াদুদ মাস্টার বাড়ির আবদুল মাবুদের ছেলে ইকবাল হোসেন মারুফ(১৭), ৬ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমেদের ছেলে মোসহাব আহমেদ হিসাম(১৬), আব্দুল আজিজ বাড়ির মৃত পারভেজের ছেলে তাসমির হাসান(১৭), মনসুর আলমের ছেলে মো. মাহিম(১৭), ২ নম্বর ওয়ার্ডের আবু মুসা খানের বাড়ির মোতাহের হোসেনের ছেলে মোস্তফা মাসুদ রাকিব(১৯)।