শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

বিদ্যুৎ সাশ্রয় অভিযানে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

সারা দেশের ন্যায় দুর্গাপুরেও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রচারণা চালিয়েছে দুর্গাপুর উপজেলা প্রশাসন। বুধবার রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়। দুর্গাপুর উপজেলা বিভিন্ন হাটবাজার সহ পৌরশহরের পানমহাল, মাছবাজার, কালীবাড়ি মোড় সহ বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক এ প্রচারণা চালানো হয়। প্রতিদিন রাত আট ঘটিকার মধ্যেই শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় অন্যদের মধ্যে পৌরপ্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, পুলিশের উপ-পরিদর্শক শুভাশিষ গাঙ্গুলী উপস্থিত ছিলেন। ইউএনও রাজীব-উল-আহসান বলেন, ‘‘আমার দেশ আমার অহঙ্কার’’ সারাদেশে বিদ্যুৎতের উৎপাদন কম থাকায় দেশের স্বার্থে সকলকেই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ অপচয় না করে দেশ ও জাতীর কল্যাণে ভূমিকা রাখার জন্য, সকল ব্যবসায়িদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষে এ অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com