সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানে জরিমানা

মোবাশ্বারুল ইসলাম মুরাদ উলিপুর (কুড়িগ্রাম) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে পঁচা ও দুর্গন্ধময় ভেজাল গো-খাদ্য বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই স্টোরের সত্ত্বাধিকারীর ২০ হাজার টাকা ও রুপসি বাংলা কসমেটিকস এর সত্ত্বাধিকারীর খোরশেদ আলমের ৩ হাজার টাকা মোট ২৩ হাজার টাকা জরিমানাসহ ৪৭ বস্তা ভেজাল গো-খাদ্য জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে পুরিয়ে দিয়েছে। জানা গেছে, উলিপুর বাজারের কলেজ রোডস্হ মেসার্স ভাই ভাই স্টোরের মালিক আইয়ুব আলীর নিকট থেকে গরুর খামারি শাহীন কয়েক দিন আগে গো-খাদ্য ক্রয় করেন। এসব গো-খাদ্য গরুকে খাওয়ানোর পর তার গরু অসুস্থ্য হয়ে পরে। এ ঘটনায় খামারি শাহীন ২৪ জুলাই ওই গো-খাদ্য ব্যবসায়ীর ঘরে গিয়ে দেখতে পায়, তার গোডাউনের ভিতর গোপনে ৬/৭ জন কর্মচারী মেয়াদ উত্তীর্ণ দুর্গন্ধময় পচা পোকা ধরা ভুষির সাথে সুজির ফেলে দেয়া অংশ, চিড়ার মিলের তুষ, কাটের গুঁড়া মিশিয়ে বাজারজাত করণের জন্য বস্তা ভর্তি করে প্রস্তুত করতে ছিল। খবর পেয়ে উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রেজওয়ানুর হক ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: এ এফ এম শাহরিয়ার তালুকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যবসায়ীর গোডাউন পরিদর্শন করে ৭০ বস্তা ভেজাল ভূষি জব্দ করে। ওই খামারি লিখিত অভিযোগ করলে বুধবার (৩ আগষ্ট) বিকেলে সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুর হক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: এ এফ এম শাহরিয়ার তালুকদার, পৌরসভা স্যানেটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও এ এস আই সেলিমের নেতৃত্বে থানার টিম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com