পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্চাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪আগস্ট) সকালে উপজেলা ও পৌর যুবদলের নেতা কর্মিরা বিভিন্ন এলাকা থেকে এসে শাহজাদপুরের পৌরসদরের রানা কম্প্যাথল্যাবের সামনে এসে সমবেত হয়। পরে সেখান থেকে উপজেলা ও পৌর যুবদলের যৌথ একটি বিক্ষোভ মিছিল বের হয়। যুবদলের বিক্ষোভ মিছিলটি শহরের মনিরামপুর বাজার, দ্বারিয়াপুর বাজার হয়ে পৌরসদরের খঞ্জনদিয়ার মহল্লায় উপজেলা বিএনপি’র আহবায়ক প্রফেসর ড.এমএ মুহিতের বাসভবনে যেয়ে শেষ হয়। সেখানে যুবদলের সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু’র সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ-আল মাহমুদের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলাল হোসেন, যুগ্ম-আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, মাসুম রানা, জিয়াউল হক সোহেল, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আরাফাত আলী রবিউল, মিজানুর রহমান মিজান, যুবদল নেতা রাজু, রহমত আলী প্রমুখ।