একটি মসজিদের নাম ব্যবহার করে পিরোজপুর পৌরসভাধীন আলামকাঠী এলাকায় ৩০ বছরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দৃষ্টি প্রতিবন্দ্বী এক ব্যবসায়ী উচ্ছেদের অপচেষ্টা চলছে। এ থেকে রক্ষা পেতে ভূক্তভোগী ওই ব্যবসায়ী পিরোজপুর প্রেসক্লাবে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে। আলামকাঠী গ্রামের মোঃ নাছির শেখ জানান, পিরোজপুর-নাজিরপুর সড়কের পাশে একটি মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৬ সালে তার বাবা মোঃ নেছার উদ্দিন তার নিজের নামের এস এ খতিয়ান ২২৪ এর ১১৩ নং দাগ থেকে আলামকাঠী গুলজার জামে মসজিদের নামে চার শতাংশ জমি দলিলের মাধ্যমে দান করেন। নেছার উদ্দিন এর দাবি অনুযায়ী তৎকালীন মসজিদ কমিটি তাকে মসজিদের কোনায় একটি দোকান ঘর তুলতে অনুমতি দেয়। পরবর্তীতে মসজিদের সৌন্দর্য রক্ষায় তিনি সেখান থেকে দোকান ঘরটি সরিয়ে মসজিদের উত্তর পাশে খালের পাড়ে নিজের জমিতে পুনঃস্থাপন করেন। সম্প্রতি দোকান ঘরটি খালের মধ্যে পড়ে যাওয়ার উপক্রম হওয়ায় নাছির সেটিকে কিছুটা দক্ষিণে সরিয়ে আনার উদ্যোগ নিলে মসজিদ কমিটি তাতে বাধা দেয়। নাছিরের দাবি, সে তার নিজের জমিতেই দোকান ঘরটি সরিয়ে আনতে চাচ্ছেন। কিন্তু মসজিদ কমিটির সভাপতি মাসুদ শেখ, স্থানীয় রফিকুল সরদার, নাসির শেখ এবং মুছা শেখ তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তবে এ ঘটনায় সে পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়েরের পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ নাছিরের। এছাড়া পিছন থেকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জামাল শেখ এবং কোষাধ্যক্ষ তাজুল ইসলাম নিপু তাদেরকে ইন্দন যোগাচ্ছে বলে অভিযোগ করেছে নাছির। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পর পিরোজপুর-নাজিরপুর সড়কের পাশে জমির মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া রাস্তার দুই পাশে গড়ে উঠছে বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় মসজিদ কমিটি ওই স্থানে দোকানঘর তুলতে চায়। তবে নাছির তার দোকান ঘরটি সামনে সরিয়ে আনলে মসজিদ কমিটির করা ঘরগুলোর গুরুত্ব কমে যাবে। এজন্যই তারা নাছিরকে ঘরটি সরাতে বাধা দিচ্ছে।