মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টিতে বিপুল অর্থ ব্যয় করছে: প্রধান উপদেষ্টা তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-টঙ্গী সেকশন ট্রেন চলাচল বন্ধ এবার ১১ দাবি নিয়ে মতিঝিলের রাস্তায় শেয়ারবাজারে বিনিয়োগকারীরা মাইলস্টোন কলেজে বর্ণাঢ্য র‌্যালি ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ, জীবনবৃত্তান্ত আহ্বান ট্রাম্পের শুল্কের নিন্দা চীনের দেশের বাজারে দামের কেন তারতম্য অনুসন্ধান করতে চাই: শেখ বশিরউদ্দিন তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান : নাহিদ ইসলাম আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে : রিজভী ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৬ ফ্লাইটের সিলেট ও কলকাতায় অবতরণ

চোখের ভিতরে প্রচন্ড ব্যাথা নিয়ে নির্ঘুম রাত কাটছে শিক্ষিকা শিরিনার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

ক্লাস চলাকালিন সময়ে ফ্যান খুলে ডান চোখ হারানো সহকারি শিক্ষিকা শিরিনা আকতারের অপারেশন করা ডান চোখের ভিতরে কিছুটা রক্তক্ষরণ হচ্ছে। তাকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসক। গত ১ আগস্ট দুর্ঘটনার পর থেকে বিছানায় অসহ্য যন্ত্রনা নিয়ে ছটফট করছেন তিনি। এখন পর্যন্ত ডান চোখ ঠিকমতো খুলে তাকাতে পারছেন না। তাকালেই আগুনের ফুলকীর মতো লাল লাল আভা যেন ছোটাছুটি করছে। এদিকে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের ৬দিন পর শনিবার (৬ আগস্ট) সহকারি জেলা শিক্ষা অফিসার একেএম তৌফিকুর রহমান, উলিপুর উপজেলা শিক্ষা অফিসার নাদির উজ্জামান ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক শিক্ষিকা শিরিনা আকতারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান।শিক্ষিকা শিরিনা আকতার জানান, চোখের যন্ত্রনায় রাতে একদম ঘুমাতে পারছি না। চোখ খুললে ব্যাথা বেশী হয়। এছাড়াও ডান চোখ দিয়ে অনর্গল পানি পরছে। বাম চোখ বন্ধ করে ডান চোখ দিয়ে তাকালে কিছুই দেখতে পাই না। গতকাল রাতে চোখে প্রচন্ড ব্যাথা হলে সকালে এসে ডাক্তার নতুন করে ঔষধ দিয়েছেন। চোখের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে বলে শুনতে পেয়েছি। শিক্ষিকা শিরিনা আকতার এখনো স্বপ্ন দেখছেন তার ডান চোখ ভাল হয়ে যাবে। তিনি দুচোখে আগের মতো দেখতে পাবেন। এদিকে পরিবার থেকে তাকে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করছেন। চোখ প্রতিস্থাপন করার ব্যাপারে ভাবছেন তারা। এজন্য ভাল চিকিৎসক দিয়ে কনসাল করতে চাইছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মুফাক খারুল ইসলাম মুকুল জানান, চোখের রেটিনা, কর্ণিয়া, ভিটিরিয়াস লেন্স সব বের হয়ে এসেছে। অনেক বড় ধরণের ক্ষতি হয়েছে। আমরা এপিয়ারেন্সটা ভিজুয়াটালাইজড করেছি। সম্ভাবনা কম হলেও রোগীকে ভারতে নিয়ে গিয়ে সিনিয়র চিকিৎসকদের সাথে কনসাল্ট করা যেতে পারে। এদিকে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসের সহকারি জেলা শিক্ষা অফিসার একেএম তৌফিকুর রহমান জানান, শিক্ষিকা শিরিনা আকতার আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার অপারেশন করা হয়েছে। জেলা শিক্ষা অফিসারের নির্দেশক্রমে আমরা তাকে দেখতে এসেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com