মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জলঢাকা উপজেলায় সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এঁর ৯২ তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০ টায় জাতীয় অনুষ্ঠান প্রচার এবং দুপুর ১২ টায় আলোচনা সভা। আলোচনা শেষে গরীব ও অসহায় ৬ জন নারীর মধ্যে সেলাই মেশিন ও ৪ জন কে ২০০০ টাকা নগদ অর্থ বিতরন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও ইউপি চেয়ারম্যান সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ। উল্লেখ যে, বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ-ধর্মিনী এবং বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয় তখন ঘাতকের গুলির আঘাতে শহীদ হন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।