সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

যুবলীগ নেতার মানবিকতায় ঘর পেলেন গৃহহীন জুলেখা বেগম

বশির আলম টংগী
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২

মুজিব বর্ষ উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক ও গাজীপুর সিটি কর্পোরশনের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল। মহানগরের ৩৮নং ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর এলাকায় গৃহহীণ জুলেখা বেগম নামের এক নারীকে ঘর নির্মাণ করে দিয়েছেন। ঘরের চাবি প্রদান অনুষ্ঠানে, ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, স্থানীয় কাউন্সিলর শিরিনা আক্তার, মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মোল্লা, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ মালম, যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, শেখ মোহাম্মদ আব্দুল হালিম, জহিরুল হক মামুন প্রমূখ। এসময় কামরুল আহসান সরকার রাসেল বলেন, মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে আশ্রয়ন কর্মসূচির অংশ হিসেবে তিনি মহানগরের ৫৭টি ওয়ার্ডে নিজের অর্থায়নে গৃহহীণদের ঘর নির্মাণ করে দিবেন। ইতোমধ্যে তিনি ৭টি ওয়ার্ডে সাতজন গৃহহীণকে টিনশেড ঘর নির্মাণ করে দিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com