শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

সারাদেশের স্কুলগুলোতে শিশুদের পর্যায়ক্রমে টিকা দেয়া হবে, নিবন্ধন ছাড়া কোন শিশু টিকা নিতে পারবে না-স্বাস্থ্যমন্ত্রী

মনিরুল ইসলাম মিহির মানিকগঞ্জ :
  • আপডেট সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা প্রদান পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। আগামী ২৫ তারিখ থেকে সিটি কর্পোরেশন গুলোতে টিকাদান আগে শুরু হবে। পর্যায়ক্রমে সারাদেশের স্কুলগুলোতে শিশুদের টিকা দেয়া হবে। নিবন্ধন ছাড়া কেউ টিকা নিতে পারবেন না। মন্ত্রী মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকের সেবা কেন্দ্রের এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, এই সেবা কেন্দ্রে অপরিপক্ক ও নানা রোগে আক্রান্ত নবজাতকরা বিশেষায?িত সেবা পাবে। আমাদের দেশে প্রত ঘন্টায় প্রতি হাজারে প্রায় ৩০থেকে ৩২ জন শিশু মৃত্যু বরণ করে। এসডিজি লক্ষ্য অর্জনের জন্য আমাদেরকে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে হবে। সেই ধারাবাহিকতায় সারাদেশে প্রায় ৫০ টি হাসপাতালে এই বিশেষায়িত সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই সেবা চালুর মাধ্যামে আগামী ২০৩০ সালের মধ্যে নবজাতক মৃত্যুর হার কমে হাজারে ১০ থেকে ১২ আসবে। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com