বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
দৈনিক খবরপত্রের কমলগঞ্জ প্রতিনিধিকে দিনে-দুপুরে কুপিয়ে হত্যার চেষ্টা

দৈনিক খবরপত্রের কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খানকে মৌলভীবাজারের কমলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে মোটর সাইকেল আটকিয়ে পূর্বপরিকল্পিতভাবে ধারালে অস্ত্র দিয়ে ফিল্মি স্টাইলে দিনে দুপুরে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রাণে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। গতকাল দুপুরে মৌলভীবাজার চৌমুহনা পয়েন্টে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতি ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক সিতার আহমদ। সংগঠনের সদস্য সচিব মশাহিদ আহমদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চ্যানেল এস এর হেড অফ নিউজ খালেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম শামীম, দৈনিক দেশ বাংলা পত্রিকার সিনিয়র রিপোর্টার ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্টাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সহ-সভাপতি এ.কে.এম আকলু, কমলগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, জেলা সাংবাদিক কল্যাণ সংগঠন এর সভাপতি এডভোকেট স্বপন কুমার দেব, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রব,সাংবাদিক ও মানবাধিকারকর্মী জুসেফ আলী চৌধুরী, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ জবর আলী রানা, অগ্রগামী মানব কল্যাণ সংগঠনের সভাপতি আব্দুল মাহিদ চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক আলিম-আল মুনিম, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, বাবুল আচার্য্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান, মানবাধিকারকর্মী ফাতেমা পপি চৌধুরী, আক্তার হোসেন সাগর (এনটিভি/ রাজনগর বার্তা), আব্দুল মুকিত (জনতার দলিল), এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাছরিন প্রিয়া, শাহ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), মোঃ রিপন আহমদ (দৈনিক দেশসেবা), রাশেদ আহমদ (সাপ্তাহিক ইশারা), জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া), মোঃ কিবরিয়া আহমেদ (বাংলা টাইমস এন্ড টিউন), মোঃ ইমরাণ হোসেন (সংবাদ প্রতিদিন), গোবিন্দ মল্লিক (বায়ান্ন টিভি), সাংবাদিক এমদাদ সুমন, সাংবাদিক শাহাবুদ্দিন, মনজুরুল হক, মেধাবী ছাত্র রাহাত আহমদ সিপন প্রমুখ। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বক্তব্যে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজের উন্নয়ন, অবনতি, অসংগতি কলমের মাধ্যমে তুলে ধরাই সাংবাদিকদের প্রধান কাজ। এতে সমাজের সামাজিক অবক্ষয়ের মাত্রা কমে আসাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখেন সংবাদকর্মীরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই কমলগঞ্জে সাংবাদিক আব্দুল বাছিত খান নৃশংস হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি আইনশৃঙ্খলা বাহিনী উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট। বক্তারা আরও বলেন-সাংবাদিক আব্দুল বাছিত খানকে পূর্ব পরিকল্পিতভাবে একটি মহল পেশাদার খুনি ভাড়া করে প্রকাশ্যে দিবালোকে কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কে উবাহাটা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতারে কালবিলম্ব করলে সারাদেশে ক্ষোভ ও প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়বে। প্রসঙ্গত, গত ১৩ আগস্ট কমলগঞ্জ উপজেলার উবাহাটা নামক স্থানে সন্ত্রাসীরা সাংবাদিক আব্দুল বাছিত খানকে প্রাণে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত কওে পালিয়ে যায়। আঘাতে গুরুতর আহত সাংবাদিকের ডান হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন। এছাড়া কাধে, পায়ে এবং তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমপ্রাপ্ত হন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com