বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

কুরআনের কথা বলার কারণে সবাই আজ নির্যাতিত : এটিএম মা’ছুম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

কুরআনের কথা বলার কারণে দেশের আলেম সমাজসহ সাধারণ মুসলমানরা আজ নির্যাতিত হচ্ছে। বর্তমান সরকার ঘরোয়া বৈঠকও সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। গত বৃহস্পতিবার সকাল ৬টায় জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত ভার্চুয়ালি এক সদস্য (রুকন) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মাওলানা এটিএম মা’ছুম বলেন, বর্তমান সরকার এদেশের মানুষের ওপর যেভাবে জুলুম-নির্যাতন চালাচ্ছে তার বিরুদ্ধে জনমত তৈরি করে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশকে একটি সুখী-সমৃদ্ধশালী ও কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হলে দেশে কুরআনের শাসনের কোনো বিকল্প নেই। মানবতার মুক্তি ও কল্যাণ সাধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। তিনি বলেন, শুধু নিজে আল্লাহর গোলাম হলেই পরকালে মুক্তি পাওয়া যাবে না, সমগ্র মানবজাতিকে আল্লাহর গোলাম হিসেবে গড়ে তোলার আহ্বান জানাতে হবে এবং তাদের পেছনে শ্রম-সাধনা ব্যয় করতে হবে। এরকমই ছিল নবী- রাসূলদের পথ। জামায়াতের রুকনগণ শপথ নিয়ে এই দায়িত্বের বোঝা নিজ কাঁধে ধারণ করেছেন।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা শাহীনুর আলম সদস্য (রুকন) ভাই ও বোনদেরকে আল্লাহর বান্দা হিসেবে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান। সিরাজগঞ্জ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থেকে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মমতাজ উদ্দিন। বক্তব্য পেশ করেন বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য যথাক্রমে জনাব আলী আলম ও মাওলানা আব্দুস সালাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com