কুরআনের কথা বলার কারণে দেশের আলেম সমাজসহ সাধারণ মুসলমানরা আজ নির্যাতিত হচ্ছে। বর্তমান সরকার ঘরোয়া বৈঠকও সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। গত বৃহস্পতিবার সকাল ৬টায় জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত ভার্চুয়ালি এক সদস্য (রুকন) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মাওলানা এটিএম মা’ছুম বলেন, বর্তমান সরকার এদেশের মানুষের ওপর যেভাবে জুলুম-নির্যাতন চালাচ্ছে তার বিরুদ্ধে জনমত তৈরি করে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশকে একটি সুখী-সমৃদ্ধশালী ও কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হলে দেশে কুরআনের শাসনের কোনো বিকল্প নেই। মানবতার মুক্তি ও কল্যাণ সাধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। তিনি বলেন, শুধু নিজে আল্লাহর গোলাম হলেই পরকালে মুক্তি পাওয়া যাবে না, সমগ্র মানবজাতিকে আল্লাহর গোলাম হিসেবে গড়ে তোলার আহ্বান জানাতে হবে এবং তাদের পেছনে শ্রম-সাধনা ব্যয় করতে হবে। এরকমই ছিল নবী- রাসূলদের পথ। জামায়াতের রুকনগণ শপথ নিয়ে এই দায়িত্বের বোঝা নিজ কাঁধে ধারণ করেছেন।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা শাহীনুর আলম সদস্য (রুকন) ভাই ও বোনদেরকে আল্লাহর বান্দা হিসেবে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান। সিরাজগঞ্জ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থেকে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মমতাজ উদ্দিন। বক্তব্য পেশ করেন বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য যথাক্রমে জনাব আলী আলম ও মাওলানা আব্দুস সালাম।