রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ কেশবপুরে বিশ্ব শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাড়ি নির্মাণের অভিযোগ ভালুকায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এক রাতে ৯ গরু চুরি ভুক্তভোগী খামারীদের আহাজারী কলমাকান্দায় দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন নেত্রকোণা পৌরসভার সড়কে খানাখন্দ দুর্ভোগে পথচারীরা ত্রিশালে শহীদ ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান লামায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে মাদক নির্মূলে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন কুড়িগ্রামে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। তিনি বলেন, আমি জেনেছি কুড়িগ্রাম জেলার মানুষ অত্যন্ত শান্তি প্রিয়। এখানকার মানুষ বন্ধুসুলভ ও আইনশৃংখলার প্রতি শ্রদ্ধাশীল। আমার প্রথম কাজ হবে সমাজের সকল পর্যায়ের স্টেকহোল্ডারদেরকে সাথে নিয়ে মাদক নির্মুলে জিরো টলারেন্স নীতি বাস্ত্মবায়ন করা। মাদককে কোনভাবেই ছাড় দেয়া হবে না। এছাড়াও নবাগত এই পুলিশ সুপার জানান, সন্ত্রাস, চোরাচালান ও আইন শৃংখলার অবনতি ঘটায় এমন কার্যক্রমকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোধ করার চেষ্টা করবো। এছাড়াও শহরের যানজট নিরসন এবং চলা লে বসবাসরত মানুষের আইনী সেবা দিতে এবং আইন শৃংখলা উন্নয়নে টহল জোরদারকরণে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে। বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার হলরুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচয় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্ত্মাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন, সফি খান, মমিনুল ইসলাম মঞ্জু, ছানালাল বকসী, শফিকুল ইসলাম বেবু, হুমায়ুন কবির সূর্য, একরামুল হক সম্রাট, মাহফুজার রহমান টিউটর, রেজাউল করিম রেজা, ইউসুফ আলমগীর, মিজানুর রহমান মিন্টু, শাহীন আহমেদ প্রমুখ। মতবিনিময়কালে জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। নবাগত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম আরো জানান, রাষ্ট্রের গুর¤œত্বপূর্ণ ৫ম স্তম্ভ হলো গণমাধ্যম। সমাজে আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকরা ব্যাপক ভূমিকা পালন করেন। আমরা মনে করি পুলিশ ও সাংবাদিক পরস্পরের পরিপূরক। আইন শৃংখলা বিষয়ে কোন সমস্যা থাকলে প্রথমে আলোচনার মাধ্যমে সমাধান করা গেলে সেখানে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। পুলিশ জনগণের সেবক হিসেবে মানুষকে সেবা দিবে অযথা কেউ যেন হয়রাণির শিকার না হয় সেটি গুরুত্ব দেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com