মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

এখনো আড়ালে পপি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

এখনো আড়ালে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। টানা দুই বছর ধরে তিনি জনসম্মুখে আসছেন না। তার সহকর্মীরাও এ নায়িকার খোঁজ জানেন না। তবে হঠাৎ চলচ্চিত্র তথা শোবিজ থেকে পপি কেন দূরে সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকে বলছেন পপি বিয়ে করে সংসারী হয়েছেন। সন্তানও নাকি হয়েছে তার। আবার অনেকে বলছেন, সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন পপি। এদিকে দু’-একটি ছবির কাজ হাতে নিয়েও তিনি সেগুলো সম্পন্ন করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিয়মিত ছিলেন। কিন্তু দুই বছর ধরে সেখানেও তিনি নেই।
তবে এই দুই বছরের মধ্যে একবার একটি ভিডিও বার্তা দিয়েছেন কেবল তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পপি জায়েদ খানের বিরুদ্ধে কিছু অভিযোগ করেন সেই বার্তায়। কিন্তু এই বার্তা দেয়ার পর আবারো আড়ালে চলে যান এ নায়িকা। কিন্তু পপি কেন এভাবে আড়ালে থাকছেন তার ঘনিষ্ঠজনেরাও সেটা বলতে পারছেন না। এমনকি নায়িকার পরিবারও এ সম্পর্কে কিছু জানে না। গতকাল গেছে পপির জন্মদিন। এদিন ভক্ত থেকে শুরু করে তার সহকর্মী অনেকেই পপিকে শুভেচ্ছা জানিয়েছেন। এরমধ্যে চিত্রনায়ক ওমর সানী পপির সঙ্গে করা ‘কুলী’- ছবির একটি পোস্টার ফেসবুকে শেয়ার করে লেখেন, শুভ জন্মদিন। যেখানেই থাকো ভালো থেকো এ হচ্ছে আমার দোয়া। শুভ জন্মদিন পপি, ভালো থাকিস। এদিকে পপির এমন গায়েব হয়ে যাওয়া নিয়ে সিনেমার সংগঠনগুলোর কাছেও কোনো তথ্য নেই। তবে সিনেমা সংশ্লিষ্ট অনেকের মতে, পপি বিয়ে করে সংসারি হয়েছেন। সেটা তিনি এখনই প্রকাশ করতে চাইছেন না। এ কারণেই তার এই আড়ালে থাকা। সিনেমা থেকেও দূরে থাকতে চাইছেন এখন তিনি। তবে যখন মনে করবেন সময় হয়েছে তখনই এ নায়িকা প্রকাশ্যে আসবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com