শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

জবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

মো. শাহীন আলম, জবি প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) র্ফামেসী বিভাগ। শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে নানা আয়োজনে দিনভর এ দিবসটি পালন করে তারা। গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সেমিনার কক্ষে এর আয়োজন শুরু হয়। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের দিবস পালন করার ফলে শুধু ফার্মেসী বিভাগের সুনাম বৃদ্ধি পাবে না বিভাগের সাথে বিশ্ববিদ্যালয়েরও সুনাম বৃদ্ধি পাবে। এভাবে নিজেদেরকে বিশ্বের নিকটে তুলে ধরতে পারা যায়। তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ আন্তর্জাতিক মান থেকে পিছিয়ে নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা অন্যান্য বিশ্ববিদ্যালয় থাকা স্বত্বেও আমাদের শিক্ষার্থীরা নিজেদের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমরা আমাদের দিক থেকে ফার্মেসী বিভাগের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো বরাদ্দ বৃদ্ধির জন্য। ভবিষ্যতে এই বিভাগ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে, সেই আশা ব্যক্ত করি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোশাররফ হুসাইনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com