মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

মহাষষ্ঠীর মধ্য দিয়ে বেলাবতে পূজা উদযাপন শুরু হয়েছে

প্রদীপ কুমার দেবনাথ (বেলাব) নরসিংদী
  • আপডেট সময় শনিবার, ১ অক্টোবর, ২০২২

বেলাবতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শনিবার থেকে শুরু হল হিন্দু সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ দিনের দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। পঞ্জিকা অনুসারে গতকাল শুক্রবার প্রতিটি পূজাম-পে সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হয়। উৎসবে সনাতন ধর্মাবলম্বীরা ভক্তি ভরে আশীর্বাদ চেয়ে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন।
দুর্গতিনাশিনী দেবী দুর্গার আরাধনায় মত্ত থাকবেন সনাতন ধর্মাবলম্বীরা। পুরাণ মতে, রামায়ণ যুগের অবতার শ্রীরামচন্দ্র লঙ্কার অধিপতি রাবণের অশোক বনে বন্দি সহধর্মিণী সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে শরৎকালের অমাবস্যা তিথিতে দুর্গতিনাশিনী দেবী দুর্গার প্রস্তুতি করেছিলেন। তখন থেকে প্রতি বছর শরৎকালের অকাল বোধনের তিথিতে বাঙালি হিন্দু সম্প্রদায় দুর্গোৎসবের আয়োজন করে। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী এই পাঁচ দিন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। এ সময়কে আবার দেবীপক্ষ বলা হয়। দুর্গাপূজা উপলক্ষে বেলাব উপজেলার স্থায়ী ও অস্থায়ী মন্দির ও পূজাম-পে চলবে উৎসবের আমেজ। সব প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের মতে এ বছর ২২ টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। এ বেলাব উপজেলার পাটুলী ও নারায়ণপুর ইউনিয়নে ১৭ টি ও অন্যান্য ইউনিয়নে ৫ টি পুজা অনুষ্ঠিত হচ্ছে। ৫ দিন ব্যাপী দেবীর আরাধনা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সার্বজনীন দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। দুর্গাপূজা উপলক্ষে র‌্যাব, পুলিশ ও আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব পূজাম-পে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পূজায় ৫ দিনের অনুষ্ঠান সূচি : দুর্গাপূজার অনুষ্ঠান সূচির মধ্যে আজ শনিবার ১ অক্টোবর মহাষষ্ঠী। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠীপূজা সম্পন্ন হবে। এদিন সকাল থেকেই প্রতিটি পূজাম-প চ-ীপাঠে মুখরিত থাকবে। বিভিন্ন পূজাম-পে ভক্তিমূলক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিন মঙ্গলবার ২ অক্টোবর মহাসপ্তমী। সকাল দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা সম্পন্ন হবে। প্রায় ম-পে পূজা শেষে খিচুড়ি বিতরণ করা হয়। তৃতীয় দিন ৩ অক্টোবর মহাষ্টমী পূজা। এদিন সকাল সকাল হতেই দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা সম্পন্ন হবে। অঞ্জলি প্রদান ও মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ করা হবে। চতুর্থ দিন বৃহস্পতিবার ৪ অক্টোবর মহানবমী। এ উপলক্ষে বিভিন্ন মন্দিরে আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পঞ্চম দিন শুক্রবার ১৯ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে। বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন মন্দিরের পক্ষ থেকে বিজয় র?্যালী হওয়ারও কথা রয়েছে। উল্লেখ্য যে, শারদীয় দুর্গোৎসব আনন্দময় ও নির্বিঘœ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতি এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক নিরাপত্তা রক্ষায় সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। তাছাড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক বাবু প্রবীর কুমার ঘোষের নেতৃত্বকে সদস্য সচিব সুধন সুত্রধর, সদস্য ও সাংবাদিক প্রদীপ কুমার দেবনাথ, রাজন কর্মকার ও পলাশ মোদক অপু প্রতি পুজায় প্রত্যেক ম-পে সাংগঠনিক সফর অব্যাহত রাখবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com