বুধবার, ২৬ জুন ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
শ্রীমঙ্গলে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর প্রকল্প সমাপনী ও প্রকাশনা কুড়িগ্রামে স্কুল পর্যায়ে বিতর্ক কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা পঞ্চগড়ের দেবীগঞ্জে সফল পোনা চাষী শিক্ষক চিনু মাস্টার অপসোনিন ফার্মা আয়োজিত জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে বৃক্ষরোপণ তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা মাইন সদৃশ বোমা উদ্ধার গজারিয়া প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নদী দূষণের বিরূপ প্রভাব, হালদায় ভেসে উঠল ১০ কেজি ওজনের মৃত রুই মাছ ফরিদপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সালিশের মাধ্যমে মামলা কমানো সম্ভব: প্রধান বিচারপতি বিদায় নিলো অস্ট্রেলিয়াও: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

১০ ঘন্টা পর সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

রাঙামাটির সাজেকের সঙ্গে বান্দরবানের যান চলাচল ফের শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে পাহাড়ের ধসেপড়া মাটি সরানোয় ওই সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়। সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে বাঘাইহাট জোনের সেনা সদস্যরা সকাল থেকে কাজ করেন। দুপুরের দিকে সড়কের মাটি পুরোপুরি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন তারা। এর আগে ভারী বর্ষণের ফলে রাতে রাঙামাটির সাজেকে পাহাড় ধসে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে করে কয়েক শতাধিক গাড়িসহ হাজারো পর্যটক আটকা পড়ে। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অতি বৃষ্টির কারণে রাতে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দরামপাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড় ধসে পড়ে। যার কারণে বুধবার সকাল থেকে সাজেকে যানচলাচল বন্ধ রয়েছে। এতে করে সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওই এলাকায় কোনো বসতি ছিলো না বলেও জানিয়েছেন তিনি।
ভারি বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতের এ ঘটনায় রাঙামাটি শহরের সঙ্গে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। এতে করে পর্যটন কেন্দ্রটিতে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। এ দিকে সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনীর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছে বিঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সড়ক পরিষ্কারের জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে।
ইউএনও জানান, সাজেক থেকে বের হওয়ার জন্য প্রায় দুই হাজার ও প্রবেশের জন্য আরও প্রায় তিন হাজার পর্যটক রয়েছেন। পাহাড় ধসের ঘটনায় তারা আটকে পড়েছিলেন। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন,‌ ‘আমরা সকালে বিষয়টি জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ গাড়ি রয়েছে, যা গত সোমবার এসেছিল। গত মঙ্গলবার সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল, কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকে আছেন। আমাদের এখানে ১১২টি কটেজ রয়েছে। সবমিলে প্রায় চার হাজার পর্যটক থাকতে পারেন। ’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com