সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
সদরপুরে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন সোনালী আঁশ উপজেলা পরিষদ নির্বাচনে হাজী দিদার পাশার পক্ষে আলোচনা সভা পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণের বদলীর দাবীতে মানববন্ধন নগরকান্দায় ভূত আতংকে অসুস্থ হয়েছে শিক্ষার্থীরা ডিমলায় ১০০ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ ভয় পাবার কোন কারণ নাই, আমাদের একজন শেখ হাসিনা আছেন টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে যুব লীগের চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন টিয়া পাখির মতো আপনাদের কাছে প্রিয় হয়ে থাকতে চাই-সাংবাদিক বাবু পলাশবাড়ী উপজেলা দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন কুয়াকাটায় মধ্যরাত থেকে শুরু মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা

বিচারক ও আদালত সংকট নিরসনে সরকারের আশু হস্তক্ষেপ প্রয়োজন-মানবাধিকার নেত্রী এলিনা খান

ফটিকছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২

মানবাধিকার নেত্রী এডভোকেট এলিনা খান সারা দেশে মামলার জট খুলে তা দ্রুত নিষ্পত্তিতে পর্যাপ্ত কোর্ট সৃষ্টি ও বিচারক নিয়োগের দাবী জানিয়েছেন । তিনি দেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় সালিশী মামলা নিষ্পত্তিতে দক্ষ আইনবিদ নিয়োগ করে দ্রুত সালিস নিষ্পত্তি করতে সরকারের প্রতি উদ্দাত্ত আহবান জানিয়াছেন ।মানুষের বিচার প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতাকে বিচার হীনতার সাথে তুলনা করেন। তিনি সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরীকরণে একটি দক্ষ প্রশিক্ষিত মানবাধিকার নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীতার গুরুত্ব আরোপ করেন। (৮অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত মানবাধিকার শখা প্রতিনিধি ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যের পূর্বে করোনাকালে মানব সেবায় সাহসী ভূমিকার জন্য ডাঃ মাহমুদা আফরোজা ও মাহমুদূর রহমান শাওন দম্পত্তিকে মানবাধিকার দম্পতি সম্মাননা এবং হাইড্রোলিক হর্ণ নিষিদ্ধের দাবীতে আন্দোলনরত অধিকার সৈনিক সুজন বড়ুয়াকে মানবাধিকার সম্মাননা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে মৃত্যুবরণকারী শাখা সদস্যদের মৃত্যূতে নীরবতা পালন ও শোক প্রকাশ করা হয়। মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন – বিএইচআরএফ আয়োজিত উক্ত সম্মেলনে বৃহত্তর চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা,নোয়াখালী, ফেনী,লক্মীপূর সহ সারা দেশের বিভিন্ন শাখা প্রতিনিধি সহ বিপুল সংখ্যক কর্মীরা উপস্থিত ছিলেন। প্রবীণ মানবাধিকার কর্মী সুনীল সরকারের সভাপতিত্বে ও মানবাধিকার এডভোকেট সৈয়দ মোঃ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বোর্ড অব ট্রাস্টি ও পরিচালক (অর্গানাইজিং) এডভোকেট জিয়া হাবীব আহ্সান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএইচআরএফ এর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাষ্টি মেম্বার এডভোকেট সরকার আসিফ পিয়াল। অনুষ্ঠানে আইন সহায়তা প্রাপ্ত ভিকটিম পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে পরিচালক (অর্গানাইজিং) জিয়া হাবীব আহসানকে মহাসচিব নিযুক্ত করা হয় । এছাড়াও তিন পার্বত্য জেলা শাখা সহ অন্যান্য জেলা, উপজেলা, থানা, পৌরসভা, বিভিন্ন ফোর্স কমিটি সহ সর্বমোট ৭৯ টি শাখার কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। শাখা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট এ এইচ এম জসিমউদদীন, ফোরকান আল হামিদী, মোজাম্মেল হক, এডভোকেট হাসান আলী, এইচ এম সারওয়ার্দী, কানিজ ফাতেমী লিমা, সৈয়দ সহারাব হোসেন, এডভোকেট আবসার প্রমূখ। সম্মেলনে একটি প্যানেল এডভোকেট টিম,একটি তথ্যানুসন্ধান টিম, মিডিয়া সেল, শালিশী কাউন্সিল, স্টুডেন্ট কাউন্সিল, রিসার্চ সেল,ভিকটিম রেস কিউ টিম,কালচারাল ফোর্স, ওয়েলফেয়ার টিম গঠন করা হয়। সম্মেলনে আন্তরিক সহায়তায় ছিলেন এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, এডভোকেট প্রদীপ আইচ দিপু, হাসান আল বান্না, কে এম শান্তনু চৌধুরী, এডভোকেট উশিখা রাইসা, রিদুয়ানুল করিম নাভিল, এডভোকেট জিয়া উদ্দিন আরমান, ফটো সাংবাদিক এরশাদুল আলম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com