মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

নিসচা দাউদকান্দি শাখার স্মারকলিপি প্রদান

রাজিব হোসেন জয় দাউদকান্দি (কুমিল্লা)
  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২

সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইনের বিধিমালা চূড়ান্ত করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা। জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১০ অক্টোবর সোমবার বেলা ১১টায় একযোগে সারাদেশে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইনের বিধিমালা চূড়ান্ত করার দাবি জানিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে। এরই অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিনুল হাসান কে স্মারকলিপি প্রদান করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন এর নেতৃত্বে এসময় সদস্য কবি মো. আলী আশরাফ খান, মোঃ সাইফুল ইসলাম স্বপন, নারায়ণ বনিক, তুষার কান্তি ঘোষ, মোঃ ইব্রাহিম সরকার রাসেল, মোঃ আবুল হাসান ফারুক, মোঃ সোহেল মিয়া, শাহজালাল সরকার সাজু ও মোঃ ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সাথে নিসচা সদস্যরা আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com