ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আল আরাফাহ ইসলামী ব্যাংক জাতীয় হকি প্রতিযোগিতায় ক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ?মানিকগঞ্জ জেলা দল। এদিন তারা প্রতিপক্ষ বরগুনা জেলা দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রূপক ও সরোয়ার একটি গোল করে। অন্যদিকে খ গ্রুপের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফরিদপুর জেলা দল। এতে তারা প্রতিপক্ষ গোপালগঞ্জ জেলা দলকে ৮-১ গোলের ব্যবধানে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দুটি করে গোল করে সাজ্জাদ ও মহিউদ্দিন, এছাড়া একটি করে গোল করে জুনায়েদ, আল-আমিন, মুস্তাক, রিজু। খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, আল আরাফাহ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আব্দুস শুকুর। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোসলেম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও হকি কমিটির সাধারণ সম্পাদক মজিবুল হক ফিরোজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাবেদ পারভেজ শাহীন, শেখ নুরুল ইসলাম, মোহাম্মদ আজাদ হোসেন, মোহাম্মদ ইদ্রিস খান, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ফরিদপুরে হকির হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য নিয়মিত খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেন। তারা এই প্রতিযোগিতা থেকে ভালো কিছু খেলোয়ার জাতীয় দলে সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ।