শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা” এই প্রতিপাদ্যের আলোকে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ অধিদপ্তর, গতকাল উপজেলা প্রশাসন থেকে, বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সিপিপি সদস্য ও গণমাধ্যম কর্মী নিয়ে এক বর্ণাঢ্য রেলি মিছিল বের করে। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন। র‌্যলিটি শহর প্রদক্ষিণ শেষে ইউএনও কার্যালয়ে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, সমাজসেবা অফিসার ওলিউল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আ.রশিদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান আরিফ, তথ্য আপা ইসমাতারা, পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সদস্য ও শিক্ষার্থী ছেলেমেয়ে অংশ নেয়। দুর্যোগের প্রস্তুতি বিষয়ে সভাপতি বলেন, প্রশাসনিকভাবে ইতিমধ্যেই নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া তিনি বলেন, এই পৃথিবী আমাদেরকে মায়ের মত প্রতিপালন করে আসছে, সেক্ষেত্রে দুর্যোগ প্রশমন ও প্রস্তুতি পর্যায় আমরা যদি সকল প্রকার দুর্যোগ বিষয়ে জনগণকে সচেতন করতে পারি এবং পৃথিবীর উপর দুর্যোগ কমিয়ে আনার ক্ষেত্রে বনায়ন সৃষ্টি ও কৃষি উন্নয়ন ঘটাতে পারি সে ক্ষেত্রে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এছাড়া সিপিপি কর্মীরা দিবসটি পালন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com