শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কোর্ট চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ’র রাজশাহী সার্কেল এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, বিআরটিএ’র রাজশাহী সার্কেলের পরিচালক শেখ আশরাকুর রহমান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com