মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক দুই দুই বারের সফল এবং জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান জনাব মনিরুল হক মিঠুর নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে এ সময় চৌধুরী আফরোজা হক চমন এর নেতৃত্বে নির্বাচনী প্রচারনা চালান তার হাজারো অনুসারী এবং নৌকায় সমর্থন কারী সাধারন ভোটারগন। হোসেন্দী ইউনিয়নের প্রায় হাজারো নারী-পুরুষ এ প্রচারনায় আংশ নিয়ে হোসেন্দী গ্রাম, হোসেন্দী বাজার সহ ভবানিপুর গ্রামে ঘুরে ঘুরে নৌকা প্রতিক এর চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুর পক্ষে ভোটারদের ধারে ধারে ভোট এবং দোয়া চান। গত ১৮ তারিখ প্রতীক বরাদ্দের পর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন স্থান শুরু করে চায়ের দোকানেও নৌকার সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আমাকে ভালোবেসে বিভিন্ন পাড়া মহল্লা ও প্রতিটি ওয়ার্ডের উঠান বৈঠকে হাজারো জনতার অংশগ্রহণে চলছে জোর প্রচারণা এতে আমি খুব খুশি। এ নির্বাচনকে ঘিরে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক শেষে হাজারো ভোটার নারী পুরুষের সমন্বয়ে নির্বাচনী প্রচারনার গণ-জোয়ার শুরু হয়েছে। সাধারন ভোটারদের নিকট নির্বাচনী প্রসঙ্গে জানতে চাইলে তারা বলেন মনিরুল হক মিঠুকে চেয়ারম্যান হিসেবে দেখেতে চাই কারন তিনি সৎ শিক্ষাত এবং পরোপকারী, আমরা নৌকা নয় ব্যক্তি মিঠু কে দেখে ভোট দেবো। মিঠু কে আমরা সব সময় পাশে পেয়েছি, তিনি সব সময় আমাদের খোঁজ খবর নিতেন। বিগত বছর গুলোতে বিভিন্ন সময় চেয়ারম্যান মিঠুর কাছে আমরা কোনো কিছুর জন্য আবদার করিলে ইউনিয়নে বরাদ্দ না থাকিলেও তার স্বাধ্য অনুযায়ী নিজের তহবিল থেকে সাহায্য সহযোগিতা করছেন। হোসেন্দী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করতে হলে মনিরুল হক মিঠুর মতো বিকল্প কেউ নেই। একজন শিক্ষিত চেয়ারম্যান ই আমাদের কাম্য। উঠান বৈঠক শেষে চৌধুরী আফরোজা হক চমন এর নেতৃত্বে নৌকার সমর্থক কারী মনিরুল হক মিঠুকে ভালোবেসে হাজারো মানুষ সাধারণ ভোটদের নিয়ে হোসেন্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ঘুরে ঘুরে নৌকার পক্ষে ভোট এবং দোয়া চান।