মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

বিশ্বকাপ থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

চলতি বিশ্বকাপে মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারিয়ে দুই পয়েন্ট এলো অস্ট্রেলিয়ার ঝুলিতে। কিন্তু নেট রানরেটের ‘জ্বালা’ এখনো মিটল না অজিদের। সেইসাথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের ওঠার পর শ্রীলঙ্কার সেমিফাইনালে ওঠার স্বপ্ন ধাক্কা খেল। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ১’-র শীর্ষস্থানে আছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে স্রেফ উড়িয়ে দেয়ার জন্য নেট রানরেট এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে কিউয়িদের ধরা অসম্ভব। যদি কিউয়িরা একাধিক ম্যাচে হারেন, তবেই অন্য দলগুলো সুবিধা পাবে। শেষপর্যন্ত যদিও অন্য কোনও দলের সঙ্গে নেট রানরেটের নিরিখে বিচার হয়, তাহলে কোনও দলই ধারেকাছে টিকবে না (বড় কোনো অঘটন ছাড়া)।
কিউয়িদের পরেই দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের মতোই এক ম্যাচে ইংরেজদের ঝুলিতে দুই পয়েন্ট আছে। নেট রানরেটের নিরিখে দ্বিতীয় স্থানে আছে। দুই পয়েন্টে আছে আরো দুটি দল। মঙ্গলবার পার্থে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দেওয়ার ফলে চার নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের ধাক্কা সামলে নেট রানরেটের কিছুটা উন্নতি হয়েছে (আপাতত নেট রানরেট -১.৫৫৫)। অন্যদিকে, তিন নম্বরে আছে শ্রীলঙ্কা। এশিয়া কাপ চ্যাম্পিয়নদেরও দুই ম্যাচ পয়েন্ট দুই। নেট রানরেট +০.৪৫০। গ্রুপের শেষে আছে যথাক্রমে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড।
দল ম্যাচ জয় হার নেট রানরেট পয়েন্ট: নিউজিল্যান্ড ১ ১ ০ +৪.৪৫০ ২ ইংল্যান্ড ১ ১ ০ +০.৬২০ ২
শ্রীলঙ্কা ২ ১ ১ +০.৪৫০ ২ অস্ট্রেলিয়া ২ ১ ১ -১.৫৫৫ ২ আফগানিস্তান ১ ০ ১ -০.৬২০ ০ আয়ারল্যান্ড ১ ০ ১ -২.৪৬৭ ০ আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ১’-র যা অবস্থা, তাতে সেমিতে ওঠার লড়াইয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। কিউয়িদের দুটি সুবিধা আছে – ইংল্যান্ডকে এখনও খাতায়কলমে দুটি কঠিন প্রতিপক্ষের (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড) বিরুদ্ধে খেলতে হবে। সেখানে শুধুমাত্র কঠিন প্রতিপক্ষের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড।
ওই পরিস্থিতিতে নিউজিল্যান্ড যদি বাকি চারটি ম্যাচ (ইংল্যান্ড ম্যাচ ধরে) জিতে যায়, তাহলে তো গ্রুপ ‘টপার’ হয়ে সেমিতে চলে যাবে। অন্যদিকে, নিউজিল্যান্ড ছাড়া বাকি ম্যাচগুলিতে জিতে যায় ইংল্যান্ড, তাহলে দ্বিতীয় হিসেবে সেমিতে যাবেন ইংরেজরা। আবার নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে গ্রুপে দ্বিতীয় স্থান দখল করবেন কিউয়িরা (বাকি ম্যাচ জিতবেন ধরে)। শীর্ষে থাকবে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়া কিভাবে সেমিতে যেতে পারবে? অজিদের সামনে একটাই রাস্তা খোলা আছে, সব ম্যাচে জিততে হবে এবং দুই ‘শত্রু’ নিউজিল্যান্ড-ইংল্যান্ডের হার কামনা করতে হবে। সেটা একটি ম্যাচে নয়, একাধিক ম্যাচে। কারণ অজিদের নেট রানরেট এতটাই খারাপ যে তিনটি দল সমান পয়েন্টে থাকলে অ্যারন ফি রা ছিটকে যাবেন। সূত্র : হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com