মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

ডাকাতির প্রস্ততিকালে ৫ ডাকাত গ্রেফতার

বগুড়া প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা। সোমবার রাত ৪ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের পৌওতা রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি রশি, একটি ছোড়া, একটি হাসুয়া, তিনটি বাঁশের লাঠি,দুইটি লোহার রড,একটি ব্যাটারি চালিত অটো রিক্সা, ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো-সান্তাহার ইয়ার্ড কলোনির মৃত আরদ্দি প্রাং এর ছেলে আব্দুস সালাম(২৮) সান্তাহার হাউজিং কলোনির মৃত আলম হোসেনের ছেলে সুজন(৩০) সান্তাহার ইয়ার্ড কলোনির বোরহান উদ্দিনের ছেলে স¤্রাট(২৪) পৌর শহরের বড় মালশন এলাকার হায়দার আলীর ছেলে মোতালেব(২৪) নওগাঁ জেলার খাগড়া বটতলীর মৃত হাবিবের ছেলে কামাল ওরফে জামাল(২২) সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, সান্তাহার পৌর শহরের পৌওতা রেলগেট এলাকায় সোমবার ভোর রাতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পুলিশ ফাঁড়ির রাত্রীকালিন টহল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করলে ডাকাতরা পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করে। এসময় উল্লেখিত দেশীয়অস্ত্র গুলো উদ্ধার করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com