জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক বৃন্দ। ৬নভেম্বও রবিবার বিদ্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভাপতি মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মুকুল, এম এম মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক ধন মিয়া, শরিফ চৌধুরী প্রমুখ। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ও সভাপতি সার্বিক উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। স্থানীয় একটি মহল ঈর্ষান্বিত হয়ে শিক্ষক ও সভাপতির নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এতে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এসব অপপ্রচার কারীদের শাস্তিসহ বিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন বক্তারা। মানববন্ধন শেষে বিদ্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে হাতিভাঙ্গা বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে শেষ হয়। জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হাতিভাঙ্গায় শিক্ষার আলোয় আলোকিত করতে ১৯৬৮ সালে স্থানীয় কয়েকজন ব্যক্তি আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। সুনামধন্য বিদ্যালয়টি বর্তমানে সাত শতাধিক শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী রয়েছে। ইতোমধ্যে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সীকৃতি লাভ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান এবং ম্যানেজিং কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরীর নামে কতিপয় কুচক্রিমহল সম্মানহানীকর অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার বন্ধসহ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।