বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট টু বাগধা বাজার এর মাঝে খানা খন্দ সৃষ্টির কারণে সড়কের বেহাল দশায় পরিণত দেখার যেন কেউ নেই? ভুক্তভোগীরা জানান দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে পয়সারহাট টু বাগধা বাজারের সড়কগুলো দিনার দিন ধ্বংসের পথে সড়কগুলো। ভুক্তভোগীরা জানান আমাদের এলাকার রাস্তা গুলো এভাবে গর্ত হয়ে পড়ে রয়েছে এগুলি কোন কর্তৃপক্ষ দেখছেন না এভাবে যদি আরো কিছুদিন থাকে তবে সামনের দিনগুলো উক্ত সড়ক পথ থেকে যাতায়াত করার জন্য সাধারণ জনগণের বিরাট ধরণার ক্ষয়ক্ষতি দেখা দেবে এমনকি দূর দুরান্ত থেকে আসা পর্যটক শাপলার বিল দেখতে এসে তারা অসন্তুষ্ট প্রকাশ করেন বলে জানান। এদেশের নাম বিশাল বড় বর্তমানে এসে দেখা যায়। খানাখন্দনে সৃষ্টি হয়ে রয়েছে যাহা দেখার যেন কেউ নেই তাই পর্যটক ছাড়াও বাগধা এলাকার গাড়ীচালক ড্রাইভাররা জানান যে আমাদের বর্তমানে গাড়ী চালাতে খুব কষ্ট হয় বাগধা থেকে আগৈলঝাড়া উপজেলা যেতে কয়েক ঘন্টা লেগে যাচ্ছে। কোন রোগী হলে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এমনকি সড়ক বেহাল দশার কারণে দিতে হয় অকালে প্রাণ তাই অতি তাড়াতাড়ি ভুক্তভোগী এলাকার লোকজন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।