শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

ধর্মহীন শিক্ষা দেশ ও জাতির জন্য ক্ষতিকর : শিল্পী ইব্রাহীম মন্ডল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

শিল্পী ইব্রাহীম মন্ডল বলেন, ধর্মহীন শিক্ষা দেশ ও জাতির জন্য ক্ষতিকর ।এতে হিংস্র জানেয়ার,ধর্ষক ও চোর তৈরী হয় ধর্মের কাজই হল মানুষের মাঝের পশু প্রবৃত্তিকে নাশ করে নীতি নৈতিকতা সম্পন্ন সত্তিকার মানুষ তৈরী করা।
গত শনিবার সকাল নয়টা দারুল হিকমা মডেল মাদরাসার গফরগাঁও ময়মনসিংহের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মাদরাসার চেয়ারম্যান এ কথা বলেন তিনি আরও বলেন খুব শিঘ্রই আমাদের নিজস্ব ক্যাম্পাসে উচ্চতর কোর্স চালু হবে , ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করে নীতি নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন জ্ঞান বিজ্ঞান ,ইতহাস,ঐতিজ্য ধারনকারী স্কলার হয়ে দেশ জাতিকে আলোকিত করবে । অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন ,ভাইস চেয়ারম্যান,বিশিষ্ট সমাজ সেবক ইসমাঈল হোসেন সোহেল ,প্রফেসর ইকরাম হোসাইন ও সাংবাদিক মোফাজ্জল আনসারী। কার্যবিবরণী পেশ করেন,নির্বাহি পরিচালক ,মাওলানা সাইফুল ইসলাম । অর্থরির্পোট মাওলানা আবু রায়হান। একাডেমিক রির্পোট পেশ করেন প্রিন্সিপাল মাওলানা আশরাফুল ইসলাম। মাওলানা আনম ইউসুফের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। আপ্যায়নের দায়ীত্বে ছিলেন মাওলানা তানভীর আহমে খলিল। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মাওলানা এমদাদুল হক । খবর প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com