রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ফাতেহায়ে ইয়াজদাহুম ও সংগঠন সংশ্লিষ্ট মরহুমদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা গত শুক্রবার বিকাল ৩টায় গিয়িছায়া রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সংগঠনের সভাপতি সরোয়ার আহমেদের সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সহ সভাপতি নাজিম উদ্দিন মিঞাজী, এএম মামুনুর রশিদ, যুগ্ন সম্পাদক এম দিদারুল আলম, সহ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরোয়ার রানা, অর্থ সম্পাদক কেএম বাহাউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক একে বাবর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী।