কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহফুজার রহমান ও রাশেদুল ইসলামের পরিচালনায় মোহাম্মদ হাসিব কবীর পাপ্পুরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭-কুড়িগ্রাম, উলিপুর ৩ এর সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বজরা এলকে আমিন স্কুল এন্ড কলেজের অধ্যাপক আহসান হাবীব রানা, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ সদস্য মতি শিউলী, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপদেষ্টা শামীম আহমেদ। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের কার্যিনর্বাহী সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। আলোচনা সভায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক মহোদয় উপস্থিত ছিলেন। বক্তাগণ, জাতীয় করণ থেকে বাদ পরা অবশিষ্ট বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় যথাশীঘ্র জাতীয় করণে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আশ্বাস প্রদান করেন। জানা যায়, তবকপুর সরদাপাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অনেক বিদ্যালয়ের চাকরীর বয়সীমা প্রায় শেষের দিকে। তারা আরো বলেন, যে দেশ ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভরণপোষণ ব্যবস্থা করতে পারে, সেখানে মাত্র ৪০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভরণপোষণের ব্যবস্থাও করতে পারবেন।