শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

স্বরূপকাঠিতে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন

নিয়াজ মোর্শেদ (পিরোজপুর) স্বরূপকাঠি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

পুলিশের কড়া নজরদারি মধ্য দিয়ে অবশেষে থানা ও পৌর বি এন পির কর্মী সন্মেলন সম্পন্ন হয়। মঙ্গলবার উপজেলা বি এন পির আয়োজনে দশটি ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ নিয়ে কর্মী সন্মেলন সম্পন্ন হয় মিয়ারহাট বাজারের অফিস কার্যালয়ে। সকাল ১১ ঘটিকায় পিরোজপুর জেলা বি এন পির আহবায়ক এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোঃ আলমগীর হোসেনের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয় কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে। আজকের নেছারাবাদ উপজেলা বি এন পির আয়োজনে কর্মী সন্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বি এন পির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রিয়াজ উদ্দিন রানা,যুগ্ম আহবায়ক, জেলা বি এন পি,কাউখালী উপজেলা বি এন পির সভাপতি ও জেলা আহবায়ক কমিটির সদস্য এস এম আহসান কবির, জেলা আহবায়ক কমিটির সদস্য আবু বকর ছিদ্দিক বাদল,জেলা আহবায়ক কমিটির সদস্য মাসুদ রানা পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন । সমগ্র অনুষ্ঠানে সঞ্চালন করেন আলহাজ্ব আল বেরুনী সৈকত। উপজেলা বি এন পির কর্মী সন্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা বি এন পির সভাপতি মোঃ ফখরুল আলম। কর্মী সন্মেলন প্রধান বক্তা হিসেবে সময় উপযোগী বক্তব্য রাখেন জেলা বি এন পির আহবায়ক কমিটির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। তিনি অকপটে বলেন, আগামী নির্বাচনে তত্ত্বাবধকের বিকল্প নেই। ভোট চোরের সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়।এদিকে প্রধান অতিথির বক্তব্যে জেলা বি এন পির আহবায়ক অধ্যাপক মোঃ আলমগীর হোসেন বলেন, ফয়সালা হবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তিনি অকপটে আরও বলেন, আগামী নির্বাচনে কঠিন খেলা হবে আর সেই খেলা তত্ত্ববাধক সরকারের অধীনে নির্বাচন ।এদিকে আজকের অনুষ্ঠানে পুলিশের কড়া নজরদারির মধ্যে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। বিশেষ বক্তা হিসেবে চমৎকার ও সময় উপযোগী বক্তব্য রাখেন জেলা বি এন পির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ উদ্দিন শেখ সহ এস এম আহসান কবির, আবু বকর ছিদ্দিক বাদল ও মাসুদ রানা পলাশ প্রমুখ। এছাড়াও ইউনিয়ন বি এন পির শীর্ষ নেতাদের মধ্যে আটঘর কুডিয়ানার থানা কৃষক দলের সভাপতি বাবু মৃত্যুঞ্জয় মিত্র ও বলদিয়া ইউনিয়নে সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন । আজকের অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা বি এন পির সভাপতি তার বক্তৃতায় বলেন, আমরা বর্তমান সরকারের জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরও আমাদের সকলের ঐকের মাধ্যমে মাঠ পর্যায়ে মাঠে টিকে আছি। আমার নেতৃত্বে উপজেলা বি এন পি অত্যন্ত শক্তিশালী। পাশাপাশি দশটি ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ সহ নেতা কর্মীদের সাথে চমৎকার সুসম্পর্ক রক্ষার দায়িত্ব পালন করে আসছি। স্থানীয় রাজনীতির মাঠে টিকে থাকা খুবই মুসকিল।কিন্তু আমরা উপজেলায় একটা শক্তিশালী চেইন অফ কমান্ড তৈরি করতে সক্ষম হয়েছি। আজ আমরা সার্থক উপজেলার সকল নেতা কর্মীদের উপস্থিতি নিয়ে। সরকার বিরোধী আন্দোলন করে ইতিমধ্যে আমরা সফলতার পথে। আজকের জেলা কমিটির শীর্ষ নেতাদের সম্মুখে একটা কথাই বলবো,তৃণমূল নেতাকর্মীদের সাথে আলাপ চারিতা করে আগামীর জন্য উপজেলা বি এন পির কমিটি গঠনের আহবান জানাই। তবে ভিন্ন কথা বলেন পৌর বি এন পির সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ফরিদ তার বক্তব্যে বলেন, আমাদের পৌর কমিটির রাজনৈতিক কর্মকা- সময় উপযোগী। সরকারের কড়া হুশিয়ারূ উপেক্ষা করে আমরা নয়টি ওয়ার্ডের শীর্ষ নেতাদের মধ্যে একটা চমৎকার পরিবেশ তৈরি করতে সক্ষম। সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করে ইতিমধ্যে জেলা বি এন পির আহবায়ক কমিটির সুনজরে আছি।সর্বশেষ তথ্য অনুযায়ী আজকের উপজেলা বি এন পির কর্মী সন্মেলন ও পৌর বি এন পির কর্মী সন্মেলন পরিপাটি পরিবেশ বজায় রেখে আজকের অনুষ্ঠান সার্থক করে তোলেন। আজকের অনুষ্ঠানে জেলা ও উপজেলার বহু গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com