বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

৮টি পোয়া মাছে ১৬ লাখ কপাল ফিরল যুবকের

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

বাপ-দাদার পেশাকে প্রধান্য দিয়ে টকবগে যুবক সাগরে ঝুঁকি আছে জেনেও জেলে কাজ করে যাচ্ছে। তার নিয়ত উপরে ওয়ালার উপর। অন্যান্যদিনের ন্যায় ২৮ নভেম্বর সোমবার বিকালে মাছ ধরার ১টি বিহিঙ্গা জাল সাগরে বসালে স্বপ্নের মতো ঢুকে পড়ল বৃহত্তর সাইজের ৮টি কালো পোয়া মাছ। এতে খুশি হয়ে আল্লাহ উপর শোকরিয়া জ্ঞাপন করে উৎসাহের সহিত কূলে ফিরেন। কালো পোয়া মাছ পাওয়ার খবরে স্থানীয়রা খুশিতে আত্মহারা হয়ে একনজর দেখার জন্য ভীড় জমে ছিলো। বাকীর ভয়ে চট্টগ্রামের ফিশারী ঘাট মাছের আড়াৎ এ গিয়ে ১৬ লাখ টাকায় বিক্রয় হয়েছে বলে জানা গেছে। খোজ নিয়ে জানা যায়, কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে সাইরার ডেইল এলাকার মৃত আব্দুল মাবুদের পুত্র একে খাঁনের মালিকানাধীন মাছ ইঞ্জিনের বোটটি মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়ে একাধিক বিহিঙ্গা জাল থাকলেও একটিমাত্র জাল বসালেই তার জালে বৃহত্তর আকারের কালা পোয়া মাছ ঢুকে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। মাছ নিয়ে কুলে ফিরলে স্থানীয়সহ ক্রেতাদের ভীড় জমায়। উক্ত মাছ গুলির দাম ৩০ লাখ টাকার দাম হাঁকা হলেও ক্রেতারা ২২/২৪ মূল্যায়ন করেন। স্থানীয় ব্যবসায়ীদের বাকী ভয়ে বিক্রয় না করে চট্টগ্রাম শহরের মাছের আড়াৎ এ নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ১৬ লাখ টাকায় বিক্রয় করেন বলে স্থানীয় এক সাবেক মেম্বার নিশ্চিত করেন। এলাকার মও-মুরব্বি ভাষ্য আল্লাহ যাঁরে দেয়, তারে ছাঁদ চিরে দেয়। স্থানীয় সাবেক এমইউপি হামেদ হোছাইন খোকাসহ অনরকে ফেসবুকে স্ট্যাটাস প্রদান করে তার ভাগ্য পরিবর্তনের কখা তুলে ধরেন এবং তার ভবিষ্যৎ উন্নতি কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com