শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

জামালপুরে দুর্যোগ প্রস্তুতি প্রকল্পের অবহিতকরণ সভা ও এপির উদ্যোগে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি থেকে মানুষকে রক্ষায় দাতা সংস্থা এডিএইচ এর সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাস্তবায়নাধীন দুর্যোগ প্রস্তুতি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ওয়ার্ল্ড ভিশনের লাইভলিহুড প্রোগ্রাম ম্যানেজার রুহুল আমিন, দুর্যোগ পূর্বপ্রস্তুতি প্রকল্পের ব্যবস্থাপক প্রশান্ত শর্মা রায়, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী মনির হোসেন খান, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, অপরাজেয় বাংলাদেশের কেন্দ্র ব্যবস্থাপক আশরাফ হোসেন, লক্ষিরচর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য জিয়াউল হক প্রমুখ। ২কোটি ৮ লাখ টাকা বরাদ্দের প্রকল্পটি জামালপুরে জেলার সদর ও ইসলামপুর উপজেলার ৬টি ইউনিয়নে দুর্যোগে পূর্বপ্রস্তুতি নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। বছরব্যপী দুর্যোগ মোকাবেলায় জাগরণমূলক কাজের পাশাপাশি বিভিন্ন উপকরণ এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়।অপরদিকে পরিবারের অর্থনৈতিক সয়ম্ভরতা অর্জনের মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশ তরান্বিত করার লক্ষে বুধবার জামালপুরে ১৬০টি হতদরিদ্র পরিবারে মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। ১৭টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান। উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের পরিচালনায় জেলা প্রশাসকের সভাকক্ষে সেলাই মেশিন বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ওয়ার্ল্ড ভিশনের লাইভলিহুড প্রোগ্রাম ম্যানেজার রুহুল আমিন, দুর্যোগ পূর্বপ্রস্তুতি প্রকল্পের ব্যবস্থাপক প্রশান্ত শর্মা রায়, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী মনির হোসেন খান, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। এর আগে উন্নয়ন সংঘের চাইল্ডসিটি, লক্ষিরচর ও শরিফপুর ইউনিয়নে ১৪৩টি পরিবারের মাঝে ৪২৩ টি ছাগী বিতরণ করা হয়। ছাগল বিতরণ করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com