তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় দল বাংলাদেশ এসেছে মুম্বাই থেকে। দলে আছেন বিরাট কোহলি, লুকেশ রাহুল, শেখর ধাওয়ানের মতো ক্রিকেটাররা। সবশেষ ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিলো ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। ৭ বছর পর আবার বাংলাদেশে এসেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ২০১৫ সালের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারে মাহেন্দ্র সিং ধোনির দল। টেস্ট ম্যাচটি হয়েছিল ড্র। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে এবং ৭ ডিসেম্বরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
সিরিজের শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর মাঠে গড়াবে চট্টগ্রামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল।