সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগে নাটোরের লালপুর থেকে দুই প্রতারক আটক

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগে নাটোরের লালপুর থেকে দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-৫। গতকাল রাতে উপজেলার শোভ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার শোভের মোড় এলাকার হাসান আলীর ছেলে আলতাব হোসেন ও একই উপজেলার কলাবাড়িয়া এলাকার এস্কেন্দার আলী প্রামানিকের ছেলে মুঞ্জুরুল ইসলাম। আটককৃতদের লালপুর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, উপজেলার কামারহাটী নতুনপাড়ার মৃত আহম্মেদ প্রামানিকের ছেলে গিয়াস উদ্দিন প্রামানিক অভিযোগ করে যে, আটককৃত আলতাব হোসেন ও মুঞ্জুরুল ইসলাম পরস্পর যোগসাজশে তার ছেলে কিবরিয়া হোসেনকে কম্বোডিয়ায় প্রেরণের প্রলোভন দেখিয়ে ১,৫০,০০০/- টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আসামীদ্বয়ের প্রদত্ত বিদেশগামী ও চাকুরি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগকারী বুঝতে পারেন যে উক্ত কাগজপত্র সঠিক নয় – ভুয়া। এই অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫ এর একটি দল গতকাল রাতে উপজেলার শোভ বাজার এলাকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে আলতাব হোসেন ও মুঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদ্বয় স্বীকার করে যে, তারা দীর্ঘদিন বিদেশে ছিলেন। সেই সুবাদে তারা এলাকার বিদেশ গমনে আগ্রহী যুবকদের সরলতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। পরে অভিযোগকারী বাদী হয়ে লালপুর থানায় আটক আলতাব হোসেন ও মুঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন। আটক ব্যক্তিদ্বয়কে লালপুর থানায় সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com