মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

সাভার প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

সাভারে রাজমিস্ত্রীর সহযোগীর আড়ালে হেরোইন চোরাচালানের সময় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১কেজি ৪০০গ্রাম হেরোইনসহ ১মাদক কারবারি কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম মো. আশরাম ইমাম(৪০) তার গ্রামের বাড়ি চাপাইনবয়াবগঞ্জ জেলার সদর উপজেলার চাকপাড়া বটতলা এলাকায়। তার বাবার নাম মৃত সেকান্দার আলী। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবির অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে গত বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে আটক করে ডিবি। (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাভারের জয়নাবাড়ি এলাকায় হেরোইনের একটি বড় চালান এসেছে এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামানের (পিপিএম বার) নির্দেশনায় ও আমার নেতৃত্বে এবং ডিবির উপ-পরিদর্শক মো. সহিদুল ইসলামের (পিপিএম) সমন্বয়ে সেখানে অভিযান পরিচালনা করে আশরাফ ইমাম নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার বিছানার তোশকের নিচ থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ঢাকা জেলা উত্তর ডিবি। ডিবির এই কর্মকর্তা বলেন, আটক আশরাফ ইমাম গত ৫/৬মাস যাবৎ জয়নাবাড়ি এলাকায় রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজের আড়ালে তার নিজ এলাকা চাপাইনবয়াবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন পাচার করে আসছে। স্থানীয়ভাবে আসামির সম্পর্কে যাচাই-বাছাইকালে জানা যায়, সে গত প্রায় ৬মাস আগে স্থানীয় ইছহাক মিয়ার বাড়িতে একটি ছোট কক্ষ ভাড়া নিয়ে আশপাশের এলাকায় রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতো। বেশভূষায় একেবারে নিরীহ গোছের হওয়ায় তার প্রতিবেশীরা কখনো তাকে সন্দেহ করেনি। আটক আশরাফ ওই কক্ষে একাই থাকতো এবং নিজেই রান্না করে খেতো। সবাই তাকে রাজমিস্ত্রীর সহকারী ভাবলেও প্রকৃত অর্থে সে দীর্ঘদিন যাবৎ হেরোইন চোরাচালানের সাথে জড়িত। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আশরাফ ইমাম জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ চাপাইনবাবগঞ্জের বর্ডার থেকে জনৈক তোফাজ্জল নামক ব্যক্তির কাছ থেকে হেরোইনের চালান আসতো তার কাছে এবং একটি ইন্ডিয়ান সিমের নাম্বারে খোলা হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ হতো। আটক আশরাফের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ নাটোরে ই-জিপি বিষয়কদিনব্যাপী কর্মশালা
এনামুর রহমান চিনু নাটোর
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রক্রিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের আয়োজনে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সিপিটিইউ পরিচালক (যুগ্ম সচিব) আজিজ তাহের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, ঠিকাদার মীর আমিরুল ইসলাম জাহান,বিসিসিপি’র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের প্রকৌশলী ও গণমাধ্যম কর্মীরা। কর্মশালায় আয়োজকরা জানান, পণ্য কার্য ও সেবা ক্রয়ের জন্যে ২০১১ সালের ২ জুন থেকে চালু হওয়া ই-জিপি’র মাধ্যমে দেশে এ পর্যন্ত ছয় লাখ ৩৬ হাজারের অধিক দরপত্র আহ্বান ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে সরকারি ক্রয়ের ৬৫ শতাংশ ই-জিপি’র মাধ্যমে সমাধা হচ্ছে। এই প্রক্রিয়ায় ইতোমধ্যে লক্ষাধিক দরপত্রদাতা সংযুক্ত হয়েছেন। দেশের এক হাজার ৪২০টি সরকারি দপ্তর ই-জিপি কার্যক্রমে নিবন্ধিত হয়েছে। প্রচলিত দরপত্র প্রক্রিয়াকরণের সময় ১০০ দিনের স্থলে ৫৫ দিনে কমে এসেছে। এ পর্যন্ত ই-জিপি নিবন্ধন ও নবায়ন ফি এবং দরপত্র দলির ফি বাবদ প্রায় দুই হাজার কোটি টাকা জমা দেওয়া হয়েছে রাস্ট্রীয় কোষাগারে। স্বচ্ছতার পাশাপাশি সহজ দ্রুত ও নিশ্চিত সেবা নিশ্চিত করতে ই-জিপি বিষয়ে এ পর্যন্ত ২৭ হাজার ৭১৩ জনের অধিক ই-জিপি ব্যবহারকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ই-জিপি কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধিতে জেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রাখাসহ সিস্টেম ও সাইবার সিকিউরিটির উন্নয়নসহ প্রাতিষ্ঠানিক অর্গানোগ্রাম উন্নয়নের কাজও চলমান আছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) এর উপ-পরিচালক মেহের আফরোজ কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন। বিসিসিপি’র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালামের সঞ্চালনায় কর্মশালায় সরকারি দপ্তরসমূহের দপ্তর প্রধান, ব্যাংক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।করা হয়েছে বলেও জানান ডিবি এই কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com