বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

রৌমারীতে ভিটাউঁচু করণ ও টয়লেট নির্মাণে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

শওকত আলী মন্ডল (রৌমারী) কুড়িগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ফ্লাড (ইসিসিসিপি-ফ্লাড, বাস্তবায়নে মানবিক উন্নয়নকেন্দ্র পদক্ষেপের বিরুদ্ধে বাড়িভিটা উঁচু করণ ও নি¤œমানের সামগ্রী দিয়ে টয়লেট নির্মাণে সংস্থার নীতিমালাকে উপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উপকারভোগীরা অভিযোগ তুললে তালিকা থেকে তাদের নাম বাতিল করারও ভয় ভীতি দেখান পদক্ষেপের ম্যানেজার হারুন অর রশিদ। রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর ও পালেরচর গ্রামে দেড় বছর আগে প্রায় ৬ শত খানা প্রধানের নামের তালিকা প্রনয়ণ করা হয়। এসব পরিবারের জন্য খানাপ্রতি ৫ হাজার মাটির মাধ্যমে বাড়িভিটা উঁচু করার কথা থাকলেও একাধিক খানার নাম দিয়ে একটি করে বাড়িভিটা উঁচু করা হয়। প্রতিটি নামের জন্য মাটি কাটা বাবদ বরাদ্দ দেয়া হয়েছে সাড়ে ১৭ হাজার টাকা। অভিযোগ এসেছে, এলাকায় বসবাসহীন মেয়ে নাতীনাতনি যারা এলাকায় বসবাস করেন না, এমন ব্যাক্তির নামেও খানা প্রধানের নামের সঙ্গে যোগ করে ৫ থেকে ৬ জনের নাম দিয়ে একটি করে বাড়ি উঁচু করে দিয়েছেন পদক্ষেপ সংস্থা। তাদের নামের তালিকা চুড়ান্ত করার সময় হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। অন্যদিকে একটি পরিবারের জন্য ২১ হাজার টাকা ব্যায়ে একটি টয়লেট নির্মাণ করে দেওয়ার কথা। সংস্থার নিয়মনীতি উপেক্ষা করে নিজের খেয়ালখুশি মতো উপকার ভোগীদের নিকট থেকে ৬ হাজার টাকা করে নিয়ে নি¤œমানের সামগ্রী দিয়ে এ টয়লেট নির্মান করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পদক্ষেপ সংস্থার অসাধু কর্মকর্তার যোগসাজসে ঐ এলাকার প্রভাবশালী দেলোয়ার মাস্টারের ছেলে নুর আলম নামের এক দালালের মাধ্যমে খানাপ্রতি মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে পদক্ষেপ এনজিও মাঠকর্মী রাকিব হাসান ও কামরুজ্জামান। উপকারভোগী আব্দুর রশিদ ও জমিলা বেওয়া জানান, ৬টি খানার নাম দিয়ে মাটি কাটার জন্য ১০ হাজার ও টয়লেট নির্মানে ৬ হাজার টাকা করে নিয়েছেন। টাকা দিতে না চাইলে মাটি কাটা ও টয়লেট নির্মানের তালিকা থেকে বাদ দেয়ার বিভিন্ন হুমকি ধামকি দেখান ওই মাঠকর্মী। বন্দবেড় ইউপি সদস্য বিপ্লব হাসান বলেন, নি¤œমানের ইট দিয়ে টয়লেট নির্মান করে দিয়েছেন এবং প্রতিটি টয়লেটের জন্য ৫ হাজার ৯শত টাকা করে নিয়েছেন। বাড়িভিটা উচু করণের জন্য প্রতিটি উপকারভোগীর কাছ থেকে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা নেয়ার অভিযোগ শুনেছি। মাঠকমী কামরুজ্জামানের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ভিটামাটি উচু করণে কোন প্রকার অর্থ নেয়া হয়নি। তবে টয়লেট নির্মানে সংস্থার নিয়ম আছে খানা প্রতি ৫ হাজার ৯শত টাকা নেয়ার। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র রৌমারী শাখার ম্যানেজার হারুনর রশিদের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সদস্য কন্ডিভিউশন বাবদ টয়লেট নির্মানের জন্য ৫ হাজার ৯ টাকা নেয়া হয়েছে এবং বাড়িভিটা উঁচু করণে কোন অর্থ নেয়া হয়নি। কেহ বলে থাকলে তা সত্য নয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com