যমুনা পারের কৃতি সন্তান সিরাজগঞ্জের গর্বিত ও আলোকিত পরিবারের সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অপু মন্ত্রীপরিষদ সচিব পদে নিয়োগ পাওয়ায় উল্লাপাড়া আওয়ামী লীগের একাংশ ও সনাতন ধর্মাবলম্বীরা তার জীবনের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে স্মৃতিচারণ, দোয়া-মিলাদ মাহফিল ও প্রার্থনার আয়োজন করে। রবিবার রাত ৮ টায় পৃথকভাবে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলানের বাসভবনে মিলাদ মাহফিল ও স্থানীয় গোপাল জিউ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থনার আয়োজন করে। মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আ’লীগের সহ সভাপতি মাহবুব সরোয়ার বকুল, মোখলেছুর রহমান ডাবলু, মজনু মিয়া, আ’লীগ নেতা আমিনুজ্জামান অলক, আবু সাঈদ স্বপন, মাসুদ রানা, জাকির হোসেন, আবু হানিফ, তারেক রহমান, আবু বকর সিদ্দিক প্রমুখ। অপরদিকে সনাতন ধর্মাবলম্বীরা উল্লাপাড়া গোপাল জিউ মন্দিরে একই সময়ে এক প্রার্থনার আয়োজন করে। এতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সুকুমার সুর রায়, গৌতম দত্ত, রামকৃষ্ণ অধিকারি, তপন কুমার সাহা, সুধা সাহা, মৃণাল কান্তি দাস, অশোক কুমার রায়, দুলাল সাহা ও বিমান কুমার সাহা প্রমুখ। উল্লেখ্য গত রবিবার ১১ ডিসেম্বর গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিনি এ আদেশ জারি করেন। আগামী ১৫ ডিসেম্বর ২০২২ইং তারিখে খন্দকার আনোয়ারুল ইসলাম অবসর উত্তর ছুটিতে গেলে কবির বিন আনোয়ার বিদায়ী মন্ত্রিপরিষদ সচিবের স্থলাভিষিক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।