বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

বিএমডব্লিউর ই-স্কুটার এখন বাজারে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

বিশ্বের বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। এবার তাদের প্রথম ই-স্কুটার নিয়ে এলো বাজারে। সম্প্রতি ভারতে ল হয়েছে বিএমডব্লিউর প্রথম বৈদ্যুতিক স্কুটার সিই ০৪। এরই মধ্যে গ্লোবাল বাজারে পাওয়া যাচ্ছে এই স্কুটার। ইলেকট্রিক স্কুটারের রাইডিং রেঞ্জ ১২৯ কিলোমিটার বা ৮০ মাইল। এছাড়াও পাওয়া যাবে ইকো, রেইন এবং রোড- এই তিনটি রাইডিং মোড। ১২০ কিলোমিটার ঘণ্টায় ছুটতে পারবে। নতুন এই স্কুটারে যে ব্যাটারি প্যাকটি দেওয়া হয়েছে, তা ০-১০০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ৪ ঘণ্টা ২০ মিনিট। অন্যদিকে এই ব্যাটারি ০-৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ৩ ঘণ্টা ৩০ মিনিট। ফাস্ট চার্জার ব্যবহার করলে এই স্কুটারই আবার ০-১০০ শতাংশ চার্জ করতে ১ ঘণ্টা ৪০ মিনিট সময় নেবে এবং ৮০ শতাংশ চার্জ হতে সময় নেবে মাত্র ১ ঘণ্টা ৫ মিনিট। বিএমডব্লিউর স্কুটারটিতে পার্মানেন্ট-ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর ব্যবহার করছে, যা লিক্যুইড কুলড। এটি রেট করা হয়েছে ১৯.৭২ পার আওয়ার পাওয়ারের জন্য। স্কুটারটির ইলেকট্রিক মোটরের সর্বাধিক পাওয়ার আউটপুট ৪৯০০ আরপিএমে ৪১.৪ পার আওয়ার এবং পিক টর্ক আউটপুট ১৫০০ আরপিএমে ৬১ এনএম।

একটি এলইডি হেডল্যাম্প দেয়া হয়েছে স্কুটারটিতে। সঙ্গে দেওয়া হয়েছে ১০.২৫ ইি র টিএফটি ডিসপ্লে। যার মাধ্যমে বিএমডব্লিউ মটোরড কানেক্টিভিটি, কিলেস রাইড, এবিএস, এএসসি, ইলেকট্রনিক রিভার্স এবং ভেন্টিলেটেড স্টোরেজ কম্পার্টমেন্ট। সঙ্গে থাকবে ইউএসবি-সি পোর্ট।
তবে কালার ভ্যারিয়েন্ট একটাই থাকছে সামনের দিকে সাদার সঙ্গে কালো সারফেসের ফিনিশিং। এই স্কুটারের সিট ক্যাপাসিটিও অনেক বড়। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে ১১ হাজার ৭৯৫ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ২৩ হাজার টাকা। তবে ভারতে এই স্কুটারটির দাম কত হতে পারে তা এখনো জানা যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com