রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ধনবাড়ীতে শুরু তারুণ্যের উৎসব

সোনাগাজীতে অন্তর সমৃদ্ধি কর্মসূচির শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

সোনাগাজী প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

সোনাগাজী উপজেলার ভোর বাজারে সামাজিক সেচ্ছাসেবী সংস্থা অন্তর সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা কার্যক্রমের আওতায় নবাবপুর ইউনিয়নের ২০১৯ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠান সংস্থার ভোরবাজারস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অন্তর এর উপপরিচালক আবদুল্লাহ আল মহিউদ্দিন সানি’র সভাপতিত্বে এম নাছির উদ্দিন ও মনসুর আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন, অন্তর এর আঞ্চলিক ব্যবস্থাপক আফজাল মিয়া চৌধুরী, সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, চিপ একাউন্টস অন্তর রেজাউল করিম সুজন, অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদ প্রমূখ। অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়নের ২০১৯ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ১৪ জন ছাত্রছাত্রীকে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন- শুধুমাত্র মুখস্থ বিদ্যা অর্জন করে নয়, মনোযোগ দিয়ে সঠিক শিক্ষাগ্রহণ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com