শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন

বরিশালে মহিলা দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল মহানগর ও জেলা মহিলাদল। গতকাল নগরীর দলীয় কার্যালয়ে মহানগর মহিলা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি শরীফ তাসলিমা কালাম পলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠেনে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃমনিরুজ্জামান খান ফারুক ও সহ- সভাপতি মোম রুনু সরদার, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধীকার সম্পাদক ফাতেমাতুজোহ্রা মিতু, শামীমা আকবর, কাউন্সিলর সেলিনা পারভীন সহ মহিলা দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মনিরুজ্জামান খান ফারুক বলেন বাংলাদেশের জনগনের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। আর দেশের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হল নারী, নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষে ৪২ বছর পূর্বে মহিলা দল নামে বিএনপির এই অংগসংগঠনটি প্রতিষ্ঠাপায়। সৈরাচারী সরকার পতন সহ দেশের গনতন্ত্রপ্রতিষ্ঠার আন্দোলনে মহিলা দল গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। ফারুক বলেন বাংলাদেশের সরকার গঠনে নির্বাচনের মাঠে বিএনপির অন্যতম ভোট ব্যাংক এই নারী বা মহিলা ভোটার। যা বিভিন্ন সভা সমাবেশে সরকারীদলের নেতারাও স্বীকার করেন। অপর দিকে সকাল সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল জেলা উত্তর ও দক্ষিন যৌথভাবে কেক কেটে ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এসময় উপস্থিত ছিলেন দক্ষিন জেলা মহিলা দলের সভাপতি ফারহানা তিথি, উত্তর জেলার সভাপতি শারমিন মিমো, যুগ্ম- সম্পাদক হোসনেয়ারা বেগম,সাংগঠনিক সম্পাদক জয়নব বেগম সহ- নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিএনপি ও মহিলা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশ – জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ফারহানা তিথি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জনগনের ভোটারাধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে দ্বীর্ঘদিন সরকারের দেওয়া মিথ্যা মামলায় কারাবরন করেছেন। দেশনেত্রী খালেদা জিয়ার এই আত্মত্যাগ সফল করার জন্য নিজেদের মধ্যে অতীতের সকল মতবিরোধ ভূলবোঝাবুঝির অবসান ঘটিয়ে মহিলা দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে। তাই থানা, পৌরসভা, ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গিয়ে সৎ,সাহসী ও পরিশ্রমি কর্মী সংগ্রহ করার উপর গুরুত্ব দিতে বলেন নেতাকর্মিদেরকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com