রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখার সভানেত্রী এবং ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর কার্যনির্বাহী ও আজীবন সদস্য দিলারা বেগম পারুল স্মরনে নাগরিক সভা

এনামুর রহমান চিনু নাটোর :
  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

নাটোরের বিশিষ্ট নারী নেত্রী বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভানেত্রী ও ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর কার্যনির্বাহী ও আজীবন সদস্য, টিআবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির সাবেক স্বজন সদস্য মরহুম দিলারা বেগম পারুল স্মরনে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের কাপুড়িয়াপট্টিস্থ ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই নাগরিক সভা অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাবের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রতœা আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিদ কুমার মৈত্র অলোক, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু আহসান টগর, নাট্যকর্মী অ্যাডভোকেট সুখময় রায় বিপ্লু, মরহুমের ছেলে আলী আশরাফ নুতন, আলী আযম খাঁন, পুত্র বধু শাহানা আক্তার মহুয়া প্রমুখ। এ সময় বক্তারা মরহুম দিলারা বেগম পারুলের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন। তারা বলেন, বেগম সুফিয়া কামালের পদাঙ্ক অনুসরণ করে মরহুম দিলারা বেগম পারুলই প্রথম নাটোরের পিছিয়ে পরা নারীদের এগিয়ে আনার জন্য কাজ করে গেছেন। নারী নির্যাতনের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন। নির্যাতিত নারীদের পাশে দাঁড়িয়ে তিনি সর্বদাই তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য কাজ করে গেছেন। নাটোরবাসী তার অবদানের কথা সব সময় শ্রদ্ধাবরে স্মরণ করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com