নোয়াখালী জেলার অন্তর্গত দ্বীপাঞ্চল হাতিয়ার নোয়াখালীস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সামাজিক সংগঠন হাতিয়া স্টুডেন্টস ফোরাম, নোয়াখালী পেয়েছে নতুন নেতৃত্ব। দীর্ঘ ২ বছর পর অনুমোদন পাওয়া এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রাজিব উদ্দিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ কামরুদ্দিন। নব নির্বাচিত সভাপতি মোঃ রাজিব উদ্দিন নোয়াখালী সরকারি কলেজ’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদক মোঃ কামরুদ্দিন নোয়াখালী সরকারি কলেজ’র হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। দ্বীপাঞ্চল হাতিয়া থেকে আগত নোয়াখালীস্থ শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “হাতিয়া স্টুডেন্টস ফোরাম, নোয়াখালী”। এই সংগঠনটি ১০ ই মার্চ ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। দ্বীপাঞ্চল হাতিয়া উপজেলা থেকে আগত নোয়াখালীস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য আসা নোয়াখালী শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার জন্য এই সংগঠনটি প্রতিষ্ঠিত করা হয়েছে। হাতিয়া থেকে যে সকল শিক্ষার্থীগণ মাইজদী সদর নোয়াখালীতে আসেন তাদের থাকা খাওয়ার সু-ব্যবস্থা, ভর্তি সহায়তা, টিউশনির ব্যবস্থা,দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা সহ শিক্ষার্থীদের সকল ধরনের সমস্যা সমাধান করে আসছে সংগঠনটি। এই সংগঠনের মাধ্যমে হাতিয়া থেকে আগত সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে রক্ত দান সহ বিভিন্ন কল্যাণ মুখী কাজ করে যাচ্ছে।সংগঠনটি হাতিয়ার নোয়াখালীস্থ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রায় দীর্ঘ ১০ বছর কাজ করছে। হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালী কর্তৃক আয়োজিত নবীন বরণ ও কৃতি সংবর্ধবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-হাতিয়া স্টুডেন্ট ফোরাম নোয়াখালী’র উপদেষ্টা, প্রিন্স সাহাবুদ্দিন রাশেদ।এডঃ আবু সাঈদ মোহাম্মদ নোমান (এপিপি), জজ কোর্ট নোয়াখালী। মনির উদ্দিন আহমেদ, প্রভাষক-নোয়াখালী সরকারী কলেজ। মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক -চৌমুহনী এস এ কলেজ। মেহরাজ উদ্দিন শাহিন। মেজবাহ উদ্দিন ও আবদুর রাজ্জাক, উপদেষ্টা-হাতিয়া স্টুডেন্টস ফোরাম, নোয়াখালী। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. আরিফুল ইসলাম(আরিফ)। সঞ্চালনায় ছিলেন সদ্য বিদায়ী সভাপতি মো.তামজিদ হোসেন একরাম।