সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মীর মো. নূরে আলম লিমনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর মোহম্মদপুর হুমায়ুন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২। আসামি লিমন ১০ বছর ধরে পলাতক ছিল। গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক এ তথ্য জানান।
২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় সেদিনই রাজধানীর সূত্রাপুর থানায় একটি হত্যামামলা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সংস্থাটি তদন্ত শেষ ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষ ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ ওই মামলায় ২১ আসামির মধ্যে লিমনসহ আট জনকে মৃত্যুদ- এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদ- দেন। পরে হাইকোট মৃত্যুদ-প্রাপ্ত আট জনের মধ্যে দুই জনকে বেকুসুর খালাস দেন এবং লিমনসহ মৃত্যুদ-প্রাপ্ত চার জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদ- দেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও লিমন পলাতক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি হত্যাকা-ের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে বলে জানিয়েছে র‌্যাব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com