জয়পুরহাট জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় তিনদিন ব্যাপী পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প ‘‘ উগ্রবাদ প্রতিরোধে ছাত্র,গণমাধ্যমকর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আলেম, গ্রাম পুলিশ দফাদার, জনপ্রতিনিধিদের অংশগ্রহণে ‘‘উগ্রবাদ প্রতিরোধে তিনদিন ব্যাপী জনসচেতনতমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয় বক্তব্যে বলেন, বাংলাদেশ তথা জয়পুরহাটে জঙ্গীবাদের কোন স্থান নেই। এখানে সামাজিকভাবে জঙ্গীবাদ ও উগ্রবাদকে বয়কট করতে হবে। উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ আমাদের সমাজে, রাষ্ট্রে থাকতে পারে না। সেই জন্য সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জনান। জয়পুরহাট জেলার কোথাও কোন জঙ্গীবাদ বা উগ্রবাদ জাতীয় কোন বিষয় সম্পর্কে অবগত হলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জনান। তিনি আরো বলেন, আমাদের দেশে বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি ও পেশার মানুষের বসবাস। উগ্রবাদ প্রতিরোধ শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, সমাজের সকলের সহযোগিতায় উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, নির্মূলে প্রচেস্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহীন তানভীর গাজী, জেলা প্রশাসক, জয়পুরহাট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খাজা শামছুল আলম, চেয়ারম্যান জেলা পরিষদ, জয়পুরহাট, মোঃ হাবিবুর রহমান হাবিব, মেয়র, পাঁচবিবি পৌরসভা, নন্দলাল পার্শী, সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং ফোরাম, জয়পুরহাট, মাহবুবা সরকার,নির্বাহী পরিচালক, ডিএমএসএস, খঞ্জনপুর, জয়পুরহাট, জাহাঙ্গীর আলম,বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জয়পুরহাট, মাওলানা আব্দুর রহমান সরকার অধ্যক্ষ কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসা, জয়পুরহাট, এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌধুরী, বিজ্ঞ জিপি জজ কোর্ট জয়পুরহাট, কে.এম.এ মামুন খান চিশতী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জয়পুরহাট, ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), জয়পুরহাট, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।