ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাব এর কার্যকরী পরিষদের (২০২৩ মেয়াদের) নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে দুটি সদস্যপদ ব্যাতীত সভাপতি ও সাধারন সম্পাদক পদসহ ৯টি পদে নির্বাচিত হয়েছেন স্বপন-জাকারিয়া প্যানেল। ২১ ডিসেম্বর ২০২২ বুধবার পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের কার্যকরী পরিষদের (২০২৩ মেয়াদের) নির্বাচনে সভাপতি পদে ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বপন ব্যানার্জী, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ জাফর খান পেয়েছেন ১৪ ভোট, ১৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকারিয়া হৃদয়, তার নিকটতম প্রতিদ্বন্দী সঞ্জয় কুমার দাস লিটু পেয়েছেন ১৩ ভোট, সহ-সভাপতি পদে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ্যাড. মোঃ সোহরাব হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোজাহিদুল ইসলাম নান্নু পেয়েছেন ৭ ভোট, যুগ্ম সাধারন সম্পাদক পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আফরিন জাহান নিনা,তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১৩ ভোট, অর্থ বিষয়ক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান, তার প্রতিদ্বন্দী প্রার্থী আবুল হোসেন তালুকদার পেয়েছেন ১১ ভোট। এ নির্বাচনে ৬টি কার্যকরী পরিষদে নির্বাচিত হয়েছেন জালাল আহমেদ ২৪ ভোট, আতিকুল আলম সোহেল ২১ ভোট, বিলাস দাস ১৯ ভোট, মোঃ মশিউর রহমান বাবলু ১৯ ভোট, মোঃ মোখলেছুর রহমান ১৮ ভোট ও শংকর লাল দাস ১৭ ভোট। উক্ত নির্বাচনে ভোট গ্রহন করেন পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম কর্তৃক মনোনীত নির্বাচন কমিশনার পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান। তাকে সহযোগিতা করেন সদর উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মু. শাহাবুদ্দিন মুন্সি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুল আমিন খান শমীম ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদ্দুসুর রহমান। এ নির্বাচনে শান্তি শৃংখলা রক্ষায় নিয়োজিত ছিলেন এসআই দ্বীপায়ন এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য। নির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের সম্মানিত সকল সদস্য ভোটার এবং সংশ্লিস্ট সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।