সোমবার, ১৭ জুন ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

নানা কর্মসূচির মধ্যদিয়ে নাটোর মুক্ত দিবস পালিত

এনামুর রহমান চিনু নাটোর :
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

স্বাধীনতা বিরোধি সকল অপশক্তিকে প্রতিরোধে দৃঢ় প্রত্যয় নিয়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার শহরের আলাইপুরস্থ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এসময় তারা এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমা-ের আহবায়ক ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,সদস্য সচিব মোস্তাক আলী মুকুল, যুগ্ম আহ্বায়ক. রফিকুল ইসলাম নান্টু, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলু সদর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার মকছেদ আলী মোল্লাসহ বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এসময় বক্তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল অপকর্ম রোধে কাজ করার আহবান জানান তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com