কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই দখলদার, ফ্যাসিস্ট, ভোটচোর নির্যাতনকারী সরকারকে এবার ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। আজ সারাদেশের জনগণ জেগে উঠেছে। দেশের মানুষ নিজেদের ভোটের অধিকার আদায় করার জন্য এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের ঘন্টা বাজাবার জন্য ঘড় থেকে রাস্তায় নেমে পড়েছে। বাংলার মানুষ নিজেদের ভোটের অধিকার ফিরে পেতে চায়,নিজেদের জীবনের নিরাপত্তা চায় বলে এখন আর এই এই সরকারকে ক্ষমতা কেহ দেখতে চায় না। তাই আর এই সরকারকে আর ভোট চুরি করতে দেয়া হবে না।দেশের মানুষকে আর ঠেকিয়ে রাখতে পারবে না। আগামীতে জনগণ সজাক থেকে ভোটচোরদের হাতে নাতে ধরতে হবে। এসময় তিনি আরো বলেন ওরা আমাদের বিনা কারনে পুলিশ দিয়ে ১৩জন নেতা কর্মীদের গুলি করে হত্যা করে আমাদের ভয় দেখাতে চায়। এবার আমরা জীবন দিয়ে হলেও দেশের আইনের শাষন,গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা মাঠে নেমেছি। ওদেরকে এবার পালাতে দেবেনা বলে বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবী বাস্তবায়ন এবং দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় স্থায়ী কমিমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস সহ সকল রাজ বন্দিদের মুক্তির দাবীতে গণ মিছিল পূর্বক সমাবেশে তিনি একথা বলেন। গতকাল শনিবার (২৪) ডিসেম্বর বেলা ১২ টায় নগরীর সদররোস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে বরিশাল মহানগর বিএনপি,বরিশাল দক্ষিণ জেলা ও বরিশাল উত্তর জেলা বিএনপির যৌথ আয়োজনে গণ মিছিল অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনা বরিশালের গণ মিছিলের অস্থায়ী মঞ্চে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক এ্যাড,বিলকিস জাহান শিরিন,সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,কেন্দ্রীয় বিএনপি মিডিয়া সেল আহবায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন,কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মাদ আবু নাসের রহমত উল্লাহ, কেন্দ্রী নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান,বরিশাল দক্ষিন জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড,আবুল কালাম শাহিন, বরিশাল জেলা মহিলাদল সভাপতি ফাতেমা রহমান,উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ,মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার,যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান টিপু,যুগ্ম আহবায়ক কে.এম শহিদুল্লাহ, বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন,জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান,উত্তর জেলা বিএনপি সিনিয়র সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উত্তর জেলা বিএনপি সদস্য আঃ ছত্তার খান, মহানগর যুবদল সভাপতি এ্যাড, আকতারুজ্জামান শামীম,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড মাযহারুল ইসলাম জাহান,জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারন সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন,বরিশাল উত্তর জেলা যুবদল সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ সহ জেলার বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ এবং মহানগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দদের নেতৃত্বে গণ মিছিল বেড় করে নগরীর সদররোড,ফজলুল হক এ্যাভিনিয়,দক্ষিণ চকবাজার,বাজার রোড ও স্বরোড পদক্ষিণ করে পুনরায় সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয়ে শেষ করে। এর পূর্বে সকাল থেকে জেলার ১০ উপজেলা ও মহানগরের ৩০টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যানার,প্লেকার্ড ফেস্টুন নিয়ে দলীয় কার্যলয় এসে গণ মিছিলকে জন সমুদ্র মিছিলে পরিনত করে। এসময় শহরের প্রান কেন্দ্র সদররোড, কাটপট্রি, ফজলুল হক এভিনিয় সড়ক পথ বন্ধ হয়ে যায়।